shono
Advertisement

মাধ্যমিক পাশেই মিলতে পারে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে চাকরি, জেনে নিন আবেদনের শর্ত

আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
Posted: 07:55 PM Nov 28, 2020Updated: 08:00 PM Nov 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাধ্যমিক পাশে এবার মিলতে পারে চাকরির সুযোগ। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর (Indian Coast Guard) তরফে তেমনই বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। তবে তার আগে জেনে নিন চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisement

এনরোলড ফলোয়ার (সুইপার/সাফাইওয়ালা)
শূন্যপদ: ১টি

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।

শারীরিক মাপজোক:
পুরুষ প্রার্থী:
উচ্চতা: ১৫৯ সেন্টিমিটার।
ছাতি(না ফুলিয়ে): চেহারার সঙ্গে মানানসই হতে হবে।

আবেদনকারীর বয়সসীমা:
১৮ ডিসেম্বর, ২০২০ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ২১ হাজার ৭০০ থেকে ৬৯ হাজার ১০০ টাকা বেতন পাবেন।

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশ? গ্রাম রোজগার সহায়ক পদে মিলতে পারে চাকরির সুযোগ]

বিঃদ্রঃ- বাংলার শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
একটি খামের ভিতর আবেদনপত্র ঢুকিয়ে তার উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এনরোল্ড ফলোয়ার। তারপর তা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটি হল: কোস্ট গার্ড ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টার-৮ (পশ্চিমবঙ্গ), হলদিয়া টাউনশিপ, হলদিয়া: ৭২১৬০৭।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা, দক্ষতা এবং শারীরিক সুস্থতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষা নেওয়া হতে পারে আগামী বছরের ৮ এবং ৯ ফেব্রুয়ারি।

পরীক্ষা নেওয়ার স্থান:
কোস্ট গার্ড ডিস্ট্রিক্ট হেড কোয়ার্টার-৮ (পশ্চিমবঙ্গ), হলদিয়া টাউনশিপ, হলদিয়া: ৭২১৬০৭।

নিয়োগের পদ্ধতি:
আপাতত ২ বছরের প্রবেশন পিরিয়ডে থাকতে হবে প্রার্থীদের। তবে দক্ষতার নিরিখে তারপর এক বছর ওই প্রবেশন পিরিয়ড বাড়তেও পারে।

আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য www.indiancoastguard.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: সাড়ে ৮ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে SBI, স্নাতক হলেই মিলতে পারে সুযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement