সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনিভাবে আমেরিকায় (USA) গিয়ে ভাল চাকরি করবেন। স্বামী-স্ত্রী মিলে সেখানেই সুখে-শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দেবেন। একেবারে ছবির মতো পরিকল্পনা সাজিয়ে আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছিলেন গুজরাটের (Gujarat) দম্পতি। কিন্তু মাঝপথেই বিপত্তি। যে পাকিস্তানি (Pakistan) এজেন্টের ভরসায় অনুপ্রবেশের ছক কষেছিলেন, তার হাতেই বন্দি হলেন স্বামী-স্ত্রী। তাঁদের ফিরিয়ে আনতে ইতিমধ্যেই ভারতীয় বিদেশ মন্ত্রকের সাহায্য চেয়েছে গুজরাটের প্রশাসন।
ঠিক কী ঘটেছে? পঙ্কজ ও নিশা প্যাটেল নামে ওই গুজরাটি যুগল চেয়েছিলেন, আমেরিকায় গিয়ে চাকরি করবেন। কিন্তু সঠিক পথে পাসপোর্ট বা ভিসা মেলেনি। তারপরেই পাক হায়দরাবাদের এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। সীমান্তের কড়াকড়ি এড়িয়ে কীভাবে আমেরিকায় পৌঁছবেন যুগল, সেই পরিকল্পনা করেন তিনজনে মিলে। অবশেষে বিমানের টিকিট পান গুজরাটি যুগল।
[আরও পড়ুন: নেপথ্যে অন্তর্ঘাত? CBI জেরা এড়াতে বেপাত্তা করমণ্ডল এক্সপ্রেসের সিগন্যালিং ইঞ্জিনিয়ার]
ভারত থেকে তেহরান পর্যন্ত বিমান ধরেন তাঁরা। সেখান থেকেই আমেরিকা যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেই সময়েই পরিচিত পাক এজেন্টের কথা শুনে একটি হোটেলে যান। সেখানেই দম্পতিকে পণবন্দি করে ওই এজেন্ট। বেধড়ক মারধর করা হয় পঙ্কজকে। অত্যাচারের সেই ভিডিও তার পরিবারকে পাঠিয়ে বিপুল অঙ্কের মুক্তিপণও দাবি করে ওই পাক এজেন্ট।
তারপরেই স্থানীয় ক্রুশ্নানগর থানায় অভিযোগ দায়ের করে পঙ্কজের পরিবার। তদন্তে নামে আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চও। তবে থানার তরফে জানানো হয়েছে, যেহেতু ঘটনাটি বিদেশে ঘটেছে তাই বিদেশ মন্ত্রকের সাহায্য লাগবে। ইতিমধ্যেই পদক্ষেপ করেছে ইরানের ভারতীয় দূতাবাস। ভারতীয় দম্পতিকে খুব তাড়াতাড়িই দেশে ফেরানো হবে বলেই আশাবাদী বিদেশ মন্ত্রক।