shono
Advertisement
Paris Olympics 2024

অলিম্পিকে জঙ্গি হামলা ঠেকাতে বিশেষ অস্ত্র, প্যারিসে পাড়ি ভারতের সারমেয় বাহিনীর

প্যারিসে পাঠানোর আগে দশ সপ্তাহ ধরে কঠোর ট্রেনিং দেওয়া হয়েছিল কুকুরদের।
Published By: Anwesha AdhikaryPosted: 09:35 PM Jul 17, 2024Updated: 09:35 PM Jul 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকে আঘাত হানতে পারে সন্ত্রাস! সেই আশঙ্কার মধ্যেই নিরাপত্তা আরও জোরদার করছে প্যারিস প্রশাসন। সেই কাজের জন্য তারা আস্থা রাখছে ভারতের সারমেয় ব্রিগেডের উপর। জানা গিয়েছে, কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনকে ধরিয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই কুকুরদের। এবার অলিম্পিকে নিরাপত্তাকে আরও দৃঢ় করে তুলবে তারা।

Advertisement

জানা গিয়েছে, একমাসের জন্য প্যারিসে থাকবে ভারতের এই কম্যান্ডো কুকুরেরা। ১০ সদস্যের কে-৯ টিম থাকবে নিরাপত্তার দায়িত্বে। তাছাড়াও ডগ স্কোয়াডের দুটি দলকে রাখা হবে প্রতিযোগিতার নানা স্টেডিয়ামে ঘুরে নিরাপত্তার দিকে খেয়াল রাখার জন্য। দলের দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, অলিম্পিকের জন্য কুকুরদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা যাতে ফরাসি ভাষা বুঝে যেন কুকুরগুলো কাজ করতে পারে, তার জন্যও ছিল আলাদা প্রশিক্ষণ।

[আরও পড়ুন: অলিম্পিকে ১১৭ সদস্যের ভারতীয় দল, পদকের স্বপ্ন দেখাচ্ছেন বাংলার একাধিক ক্রীড়াবিদও

তবে আলাদা করে বেছে নেওয়া হয়েছে সিআরপিএফের ভাস্ট এবং ডেনবি নামের দুটি কুকুরকে। বেলজিয়ান শেফার্ড ম্যালিনয় প্রজাতির এই দুই সারমেয়র বয়স যথাক্রমে পাঁচ এবং তিন বছর। জানা গিয়েছে, প্যারিসে পাঠানোর আগে দশ সপ্তাহ ধরে কঠোর ট্রেনিং দেওয়া হয়েছিল তাদের। উল্লেখ্য, এই প্রজাতির কুকুর ব্যবহার করে মার্কিন সেনা। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবটাবাদে লাদেনের বাসভবন খুঁজে বের করতে তাদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। বিশেষজ্ঞদের মতে, সন্দেহজনক কিছু দেখলে এই কুকুররা চিৎকার না করে ট্রেনারদের কেবল ইশারা করে। ফলে নিঃশব্দে কাজ করতে পারে সেনা।

উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে সুরক্ষার দায়িত্ব থাকবে ভারতের আধাসামরিক বাহিনীও। প্রতিযোগিতার সময় বিভিন্ন স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্ব থাকবেন তাঁরা। ইতিমধ্যেই প্যারিসে পাঠানো হয়েছে ভারতীয় আধাসামরিক বাহিনীর ১০টি বিশেষ দল। জানা গিয়েছে, প্রতিদিন ৩০ হাজার পুলিশ অলিম্পিকে মোতায়েন করা হবে।

[আরও পড়ুন: মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি বাতিলের দাবি, প্লেয়ার স্টেটাস কমিটিতে আবেদন আনোয়ারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একমাসের জন্য প্যারিসে থাকবে ভারতের এই কম্যান্ডো কুকুরেরা। ১০ সদস্যের কে-৯ টিম থাকবে নিরাপত্তার দায়িত্বে।
  • আলাদা করে বেছে নেওয়া হয়েছে সিআরপিএফের ভাস্ট এবং ডেনবি নামের দুটি কুকুরকে।
  • প্যারিস অলিম্পিক্সে সুরক্ষার দায়িত্ব থাকবে ভারতের আধাসামরিক বাহিনীও। প্রতিযোগিতার সময় বিভিন্ন স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্ব থাকবেন তাঁরা।
Advertisement