shono
Advertisement

Breaking News

ক্যাপিটল হিলের বিক্ষোভে উড়ল ভারতীয় পতাকা!‌ ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ ভারতীয়রা

দেখুন সেই ভিডিও।
Posted: 07:02 PM Jan 07, 2021Updated: 07:44 PM Jan 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের বিদায়বেলায় বিক্ষোভের আগুনে পুড়ল আমেরিকার (America) ক্যাপিটল হিল। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে বুধবার সেখানে রীতিমতো তাণ্ডব চালায় ট্রাম্পপন্থীরা। ক্যাপিটল বিল্ডিং চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা কেউ ট্রাম্পের দলের পতাকা, কেউ আমেরিকার জাতীয় পতাকা হাতেও বিক্ষোভ দেখায়। কিন্তু সেই বিক্ষোভের মধ্যেই ভারতের (India) পতাকাও দেখা গিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। আর এরপরই গোটা দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়।

Advertisement

প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বাজিমাত করার পর জো বিডেনকে (Joe Biden) জয়ের শংসাপত্র দিতে বুধবার শুরু হয় মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন। পাশাপাশি ট্রাম্প সমর্থকরাও তাণ্ডব শুরু করে। নির্বাচনে পরাজিত হলেও ক্ষমতা ছাড়বেন না বলে আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই ‘কারচুপি’ ভরা নির্বাচনের প্রতিবাদে সমর্থকদের পথে নামার আহ্বান জানিয়েছিলেন তিনি।

[আরও পড়ুন: ক্যাপিটল বিল্ডিংয়ে হামলাকারীদের ‘দেশভক্ত’ আখ্যা ইভাঙ্কার, বিতর্কের জেরে মুছলেন টুইট]

এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নেয় ক্যাপিটল বিল্ডিং চত্বর। বিক্ষোভের মাঝেই কেউ একজন ভারতের জাতীয় পতাকা  (Indian National Flag) হাতে হাজির হন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আমেরিকার পতাকার পাশাপাশি রীতিমতো উড়ছে তেরঙ্গাও।

ভারতীয়রা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন। কেউ প্রশ্ন করেন, ‘‌‘‌আমেরিকার বিক্ষোভেও ভারতের তেরঙ্গা কেন দেখা যাচ্ছে?‌’‌’‌ কেউ আবার লেখেন, ‘‌‘‌ওখানে আমাদের জাতীয় পতাকার উপস্থিতি একদমই মানা যায় না।’‌’‌ বিজেপি সাংসদ বরুণ গান্ধীর প্রশ্ন, ‘‘‌‌ওখানে ভারতীয় পতাকা কেন?‌ এই যুদ্ধে আমাদের অংশগ্রহণের দরকার নেই।’‌’‌ কমেডিয়ান বীর দাস আবার মজার ছলে লেখেন, ‘‌‘ওই ভিড়ের মধ্যে যিনি পতাকা ওড়াচ্ছেন, তাঁকে বলছি, কোনও জায়গায় ভিড় মানেই সেটা ক্রিকেট ম্যাচ নয়।’‌’‌

 

[আরও পড়ুন: বিডেনের জয়ে সিলমোহর দিল মার্কিন কংগ্রেস, ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement