সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বিরোধী কার্যকলাপ অব্যাহত রাখল ই-কমার্স ওয়েবসাইট ‘আমাজন’৷ প্রথমে অনলাইন ওয়েবসাইটে ভারতের পতাকার আদলে তৈরি পাপোশ বিক্রিকে কেন্দ্র করে মানুষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ানোর পর এবার সেই ওয়েবসাইটেই দেখা গেল বিক্রি হচ্ছে তেরঙ্গা আঁকা জুতো, অন্তর্বাস এবং কুকুরের পোশাক৷
প্রসঙ্গত, গত বুধবার পাপোশে ভারতের জাতীয় পতাকার ছবি ছেপে বিক্রি করার ঘটনায় আমাজনকে কড়া বার্তা দেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ জানিয়ে দেন, অবিলম্বে ক্ষমাপ্রার্থনা না করা হলে বহুজাতিক ওই সংস্থার কর্তাদের ভারতে আসার ক্ষেত্রে ভিসা দেওয়া হবে না৷ এই ঘটনার পরই হুঁশ ফেরে সংস্থার৷ মন্ত্রীর কাছে গোটা বিষয়টির জন্য ক্ষমা চেয়ে এবং দুঃখপ্রকাশ করে তড়িঘড়ি ওয়েবসাইট থেকে পাপোশের বিজ্ঞাপন সরিয়ে নেয় সংস্থা৷
কিন্তু তেরঙ্গা আঁকা মহিলাদের জুতো, হাওয়াই চপ্পল এবং অন্তর্বাসের বিজ্ঞাপন ওয়েবসাইটে রয়ে গিয়েছে৷ কুকুরের পোশাক এবং অন্তর্বাসের গায়ে আঁকা জাতীয় প্রতীক অশোক স্তম্ভ৷ এই ঘটনা নতুন করে বিতর্কের পারদ চড়িয়েছে৷
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের হুঁশিয়ারির পরেও জাতীয় পতাকার অবমাননা অব্যাহত রাখার জন্য সংস্থার বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ নেয় কেন্দ্র, সেটাই এখন দেখার অপেক্ষা৷
সুষমার হুঁশিয়ারিতে আমাজন থেকে সরল জাতীয় পতাকার পাপোশ
The post পাপোশের পর তেরঙ্গা আঁকা জুতো ও অন্তর্বাস বিকোচ্ছে ‘আমাজন’-এ appeared first on Sangbad Pratidin.