সুকুমার সরকার, ঢাকা: “জামাত ছাড়া, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে সুসম্পর্ক রেখে চলবে নয়াদিল্লি৷ গণতন্ত্রবিরোধী জামাতের সঙ্গে কোনও ধরনের আপস করতে রাজি নয় ভারত।” এমনই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা৷ তিনি জানান, মূলত তিনটি কারণে জামাতের সঙ্গে কোনও রকমের বোঝাপড়ায় যাবে না ভারত৷ প্রথমত, মুক্তিযুদ্ধের সময় জামাতের ভূমিকা, দ্বিতীয়ত, তাঁদের সাম্প্রদায়িক রাজনীতি এবং তৃতীয়ত তাদের গণতন্ত্র বিরোধী নীতি-আদর্শ। যেগুলির পুরোপুরি বিরোধী ভারত৷
[১০০ দিন পর মুক্তি পেলেন ‘হাসিনা বিরোধী’ চিত্রগ্রাহক শহিদুল আলম]
তিনি আরও জানান, আওয়ামি লিগ, বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ওয়াকার্স পার্টি-সহ সমস্ত দলের সঙ্গে ভারতের যোগাযোগ রয়েছে। ব্যতিক্রম জামাত৷ কারণ, ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা লড়াইয়ের বিরোধিতা করেছে জামাত। মুক্তিযোদ্ধাদের নির্বিচারে হত্যা করেছে তারা। ওই গণহত্যার শিকার হয়েছেন ভারতীয় সেনারাও। জামাত সাম্প্রদায়িক রাজনীতি করছে বলেও অভিযোগ করেন শ্রিংলা৷ তিনি জানান, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরও নৃশংস অত্যাচার চালাচ্ছে জামাত সদস্যরা। আসন্ন বাংলাদেশ নির্বাচন সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গিও স্পষ্ট করেন তিনি৷
[শরিকদের জন্য ৭০টি আসন ছাড়ার সিদ্ধান্ত আওয়ামি লিগের]
জানা গিয়েছে, নির্বাচনের আগেই বিএনপির একাধিক নেতা আওয়ামি লিগে যোগদান করবেন৷ বৃহস্পতিবার একথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিন শেখ হাসিনার দলীয় কার্যালয় সাংবাদিক সম্মেলন করেন ওবায়দুল কাদের৷ জানান, দলনেত্রীর সবুজ সংকেত পেলেই বিএনপির শতাধিক নেতা-কর্মী আওয়ামি লিগে যোগদান করবেন। এদিন বিএনপি-র মহাসচিব ফখরুল ইসলামের প্রতিও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কাদের৷ হুঁশিয়ারির সুরে জানান, চাইলেও তিনি দলের এই ভাঙন আটকাতে পারবেন না৷
The post জামাতের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা ভারতের appeared first on Sangbad Pratidin.