shono
Advertisement

একজোট ৩ আইআইটি, চালকহীন গাড়ি চলবে ভারতের রাস্তাতেও

একজোট হয়ে কাজ করছে দেশের তিন আইআইটি৷ The post একজোট ৩ আইআইটি, চালকহীন গাড়ি চলবে ভারতের রাস্তাতেও appeared first on Sangbad Pratidin.
Posted: 03:49 PM Mar 02, 2017Updated: 10:19 AM Mar 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চালকহীন গাড়ি চলবে ভারতের রাস্তায়৷ বিশ্বের তাবড় অটোমোবাইল কোম্পানিগুলি দেখিয়েছে এই স্বপ্ন৷ গুগলের চালকহীন গাড়ির ছবি সে স্বপ্ন যেন আরও জলজ্যান্ত করে তুলেছে৷ কিন্তু ভারতের রাস্তাতেও কি কখনও চলবে এরকম গাড়ি? ভাঙাচোরা, জ্যামে আটকা রাস্তার দিকে তাকিয়ে এ কথা ভেবে অনেকেই হয়তো দীর্ঘশ্বাস গোপন করবেন৷ কিন্তু না, সত্যিই ভারতের রাস্তাতেও চলবে এমনটা গাড়ি৷ তার জন্য একজোট হয়ে কাজ করছে দেশের তিন আইআইটি৷

Advertisement

হাবিজাবি লেখা নোট নিতে ব্যাঙ্কের আপত্তি? এই নিয়ম জেনে রাখুন

বম্বে, কানপুর ও খড়গপুর আইআইটি সমবেতভাবে একটি প্রকল্প নিয়েছে বলেই জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে৷ এই প্রকল্পের লক্ষ্য হল, ভারতীয় পরিবেশ ও রাস্তার কথা মাথায় রেখে চালকহীন গাড়ি তৈরি করা৷ প্রকল্পে কোনও একটি বা একাধিক গাড়ি কোম্পানিও সক্রিয়ভাবে অংশ নিয়েছে৷ তবে গোপনীয়তার কারণেই তাদের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি৷

চারবারের বেশি এটিএম থেকে টাকা তুলেছেন? জেনে রাখুন এই নয়া নিয়ম

পুরো প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন আইআইটি খড়গপুরের দেবাশিস চক্রবর্তী৷ ভারতীয় বাজার ও পরিস্থিতির কথা মাথায় রেখেই এই প্রকল্পে কাজ চলছে৷ আইআইটি খড়গপুরের গবেষকরা একেবারে গোড়া থেকেই এই প্রযুক্তি রূপায়ণের কাজ করছেন৷ ফোর্ড মোটরসের চাকরি ছেড়ে আইআইটি কানপুরে যোগ দিয়েছিলেন গৌরব পাণ্ডে৷ তিনিও শামিল হয়েছেন এই প্রকল্পে৷ অন্যদিকে বম্বে আইআইটির গবেষকরাও এই প্রযুক্তির বাস্তবায়ন নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করছেন৷ এই মডেল বিশ্বের যে কোনও জায়গায় কাজ করতে পারে৷ তবে ভারতীয় পরিবেশের উপর জোর দিচ্ছেন বিজ্ঞানীরা৷ সব ঠিকঠাক চললে চালকহীন গাড়ি ভারতের কাছে স্রেফ স্বপ্ন হয়ে থাকবে না৷ বরং খুব শিগগিরি ভারতের রাস্তাতেই দেখা যাবে সেগুলিকে৷

ইন্টারসেপ্টর মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত

The post একজোট ৩ আইআইটি, চালকহীন গাড়ি চলবে ভারতের রাস্তাতেও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement