সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত লন্ডন প্রবাসী এক ভারতীয় যুবক। মঙ্গলবার তাঁকে যাবজ্জীবন সাজা শোনাল কিংস্টোন আদালত। ২০২৩ সালে লন্ডনের (London) ক্রোইডন এলাকায় ১৯ বছরের তরুণীকে হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী নিজেই পুলিশ ডাকেন ভারতীয় তরুণীকে হত্যার ঘটনায়। ঠিক ঘটেছিল?
মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম মেহক শর্মা। তাঁকে খুনে অভিযুক্ত ২৪ বছরের সাহিল শর্মা। ক্রোইডনের অ্যাশ ট্রি ওয়ে এলাকায় বাড়ি সাহিল-মেহকের। ২০২৩ সালের ২৯ অক্টোবর সাহিল নিজেই পুলিশ ফোন করে জানান, স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তরুণী। গলায় রয়েছে একাধিক ধারার ছুরির আঘাত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সাহিল নিজে খুনের কথা স্বীকার করলেও অভিযুক্তকে গ্রেপ্তার করে যাবতীয় তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পুলিশ।
[আরও পড়ুন: তৃতীয় দফার আগে বড় সাফল্য, ২ মহিলা কম্যান্ডার-সহ ৮ মাওবাদী খতম ছত্তিশগড়ে]
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি কিংস্টোন ক্রাউন আদালতে খুনের কথা স্বীকার করেন সাহিল। যদিও খুনের কারণ জানাননি তিনি। ২৬ এপ্রিল বিচারপতি জানান, কমপক্ষে ১৫ বছর কারাবাস করতে হবে অভিযুক্তকে। এর পর প্যারলে মুক্তির আবেদন করতে পারেন। আদলত বলে, শর্মার ভয়ংকর কাজের জন্য পরিবারটি ধ্বংস হয়ে গিয়েছে। অসহায় পরিস্থিতি হয়েছে ওঁর শিশুকন্যার। কেন এমনটা করলেন তাও জানাননি তিনি। সব দিক খতিয়ে দেখে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনায় আদালত।