সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার (Canada) সঙ্গে ভারতের (India) দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ডাক্তারি পড়ুয়াদের জন্য সুখবর। ভারত থেকে পাশ করা ডাক্তারি পড়ুয়ারা এবার কানাডার পাশাপাশি আমেরিকা (USA), অস্ট্রেলিয়াতে (Australia) গিয়েও প্র্যাকটিস করতে পারবেন। আগামী ১০ বছরের জন্য এই নির্দেশ বলবৎ থাকবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে, ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশনকে ১০ বছরের জন্য ছাড়পত্র দিয়েছে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন।
এই ছাড়পত্রের ফলে চিকিৎসা করার পাশাপাশি অন্য দেশে গিয়ে উচ্চশিক্ষারও সুযোগ পাবেন ভারতের ডাক্তারি পড়ুয়ারা। ভারত থেকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে গিয়ে তাঁরা চিকিৎসা করতে পারেন। স্নাতক হওয়ার পরে এই দেশগুলোতে প্রশিক্ষণও নিতে পারবেন ভারতীয় ডাক্তারি পড়ুয়ারা। বর্তমানে ভারতে অবস্থিত ৭০৬টি কলেজ এই ছাড়পত্রের আওতায় রয়েছে। এছাড়াও আগামী ১০ বছরে তৈরি হওয়া মেডিক্যাল কলেজগুলিও এই ছাড়পত্রের আওতায় চলে আসবে।
[আরও পড়ুন: ভোট বড় বালাই! জনতার মন জিততে অকাতরে পিজ্জা বিলোলেন ডোনাল্ড ট্রাম্প]
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়, ১০ বছরের জন্য় এই ছাড়পত্র পাওয়ার ফলে বিদেশি পড়ুয়ারা ভারতের কলেজগুলোতে পড়াশোনা করতে আরও আগ্রহী হবেন। পাশাপাশি বিশ্বের সেরা কলেজগুলোর সঙ্গে যোগাযোগের ফলে ভারতের মেডিক্যাল কলেজের মানও উন্নত হবে বলেই আশাবাদী কেন্দ্র। প্রসঙ্গত, ভারতীয় পড়ুয়ারা বিদেশে প্র্যাক্টিস করতে গেলে সেদেশের পরীক্ষা-সহ অন্যান্য মানদণ্ড পেরতে হত। কিন্তু এই ছাড়পত্রের ফলে আর সেসবের প্রয়োজন পড়বে না।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ভারত সরকারের হাতেই খুন হয়েছেন কানাডার নাগরিক খলিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর, পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার পরেই কানাডা থেকে বহিষ্কার করা হয় সেদেশে ভারতের গোয়েন্দাপ্রধানকে। এমনকি আমেরিকা-সহ বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্রের কাছে ভারতের নিন্দা করার আবেদনও জানায় কানাডা। এহেন টালমাটাল কূটনৈতিক পরিস্থিতির মধ্যেই ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের কানাডায় গিয়ে চিকিৎসা ও পড়াশোনার ছাড়পত্র মিলেছে।