সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি.টেক পাশ করেছেন? এখনও চাকরির সন্ধানে? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মোট ৪৫ জন কর্মী নিয়োগ করবে Indian Navy। কীভাবে আবেদন করবেন? আবেদনের শর্ত কী কী? আবেদনের শেষ তারিখ কবে? বিস্তারিত জেনে নিন প্রতিবেদনে।
মোট শূন্যপদ- ৪৫
[আরও পড়ুন: আপনি অষ্টম শ্রেণি পাশ? চাকরি পেতে পারেন ব্যাংক অফ ইন্ডিয়ায়, জানুন খুঁটিনাটি]
শিক্ষাগত যোগ্যতা – B.E অথবা বি.টেক পাশ হতে হবে। কম্পিউটার সায়েন্সে/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ IT-তে ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। এছাড়া M.Sc (কম্পিউটার/ IT), MCA ও M.Tech (কম্পিউটার সায়েন্স/ IT) পাশরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা- ২ জানুয়ায়ী ১৯৯৭ থেকে ১ জুলাই ২০০২ এর মধ্যে যাঁদের জন্ম, তাঁরাই এই পদে আবেদন করতে পারবেন।
বেতন- উপরিউক্ত পদে নিযুক্তদের বেতন হবে ২২ থেকে ৬০ হাজার টাকা।
আবেদনের শেষ তারিখ- ১৬ জুলাই ২০২১
আবেদনের পদ্ধতি – আগ্রহীরা Inidian Navy-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.joinindiannavy.gov.in) আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শেষে একটি রেজিস্ট্রেশন স্লিপ পাওয়া যাবে। সেটি পরবর্তীতে কাজে লাগতে পারে। ডাকযোগে কোনও নথি পাঠানোর প্রয়োজন নেই। উল্লেখ্য, অবিবাহিত পুরুষরাই আবেদন করতে পারবেন।