সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল ও হামাসের মধ্যে তুঙ্গে লড়াই। ক্রমে গাজা ভূখণ্ডে আরও গভীরে প্রবেশ করছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস। পালটা হামলা চালাচ্ছে সুন্নি জঙ্গি সংগঠন হামাস। আরও রক্তক্ষয়ী হয়ে উঠছে লড়াই। এই পরিস্থিতিতে গাজা ভূখণ্ডে হামাসের আক্রমণে নিহত হয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি জওয়ান।
বুধবার ইজরায়েলের সরকারি সূত্রে খবর, হালেল সলোমন নামে ২০ বছরের ওই স্টাফ সার্জেন্ট দক্ষিণ ইজরায়েলের ডিয়ামোনা শহরের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার রাতে গাজা ভূখণ্ডে সালা-আল-দিন সড়কের অদূরে হামাস বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। নিজের ফেসবুক পোস্টে সলোমনের মৃত্যুর কথা জানিয়ে শোকপ্রকাশ করেছেন ডিয়োমোনা শহরের মেয়র বেনি বিতন। তিনি লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গাজা যুদ্ধে ডিয়ামোনার সন্তান হালেল সলোমন নিহত হয়েছেন।”
[আরও পড়ুন: ‘শিশুদের বলি, টাকার জন্য যুদ্ধ’, হামাসের মুখোশ খুলল প্রতিষ্ঠাতার ছেলেই!]
উল্লেখ্য, ইজরায়েলের ডিয়ামোনা শহরটি ‘লিটল ইন্ডিয়া’ নামে পরিচিত। সেখানে প্রচুর ভারতীয় বংশোদ্ভূত ইহুদির বাস। সেই শহরেরই বাসিন্দা ছিলেন ২০ বছরের ওই স্টাফ সার্জেন্ট সলোমন। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। এদিকে, গাজা ভূখণ্ডে আরও গভীরে প্রবেশ করছে ইজরায়েলি সেনা। মাটি কামড়ে পালটা লড়াই চালাচ্ছে হামাস। এপর্যন্ত সংঘাতে ১৫ জন আইডিএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। ইহুদি দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথায়, “এই যুদ্ধে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তবে জয় না মেলা পর্যন্ত লড়াই চলবে।”
প্রসঙ্গত, ইজরায়েলের (Israel) হয়ে হামাস নিধনে শামিল হয়েছেন মণিপুরের যোদ্ধারাও। ইহুদি দেশটির হয়ে লড়াইয়ে নেমেছেন মিজোরামের যোদ্ধারাও। ইজরায়েল ডিফেন্স ফোর্সেস তথা আইডিএফের অংশ হয়েই যুদ্ধের ময়দানে নেমেছেন বেনেই মেনাশে সম্প্রদায়ের এই প্রতিনিধিরা।
মনে করা হয়, ইহুদি সম্প্রদায়ের একটি হারিয়ে যাওয়া শাখা মায়ানমার হয়ে মণিপুরে এসে মিশেছে। সেই শাখারই অংশ কুকি-জো ও চিন উপজাতির মধ্যে মিশে গিয়েছে। মণিপুর তাদের বাসভূমি হলেও ‘মেনাশের সন্তানরা’ ইজরায়েলকে (Israel) স্বদেশ বলে মনে করে। তাই পিতৃভূমির বিপর্যয়ে তারা এবার এগিয়ে এসেছে।