shono
Advertisement

Breaking News

প্রথম মার্কিন মহিলা প্রেসিডেন্ট হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত কমলা

ক্যালিফোর্নিয়া থেকে জিতে আসা প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা সেনেটর কমলা হ্যারিস৷ The post প্রথম মার্কিন মহিলা প্রেসিডেন্ট হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত কমলা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:58 PM Nov 13, 2016Updated: 11:28 AM Nov 13, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্যের কাছে এসেও সফল হতে পারেননি হিলারি ক্লিনটন৷ আপাতত কোনও প্রবল জনপ্রিয় মুখ নেই ডেমোক্র্যাট পার্টিতে৷ ২০২০ মার্কিন প্রেসিডেণ্ট নির্বাচন নিয়ে তাই এখন থেকেই ভাবনাচিন্তা শুরু করেছে ডেমোক্র্যাট শিবির৷ প্রবল রিপাবলিকান হাওয়ার মধ্যেও ক্যালিফোর্নিয়া থেকে জিতে আসা প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা সেনেটর কমলা হ্যারিসকে নিয়ে তাই আশায় বুক বাঁধছেন তাঁদের একাংশ৷

Advertisement

কট্টরপন্থী রিপাবলিকানদের মধ্য থেকে কোনও অশ্বেতাঙ্গ প্রার্থীকে দেশের সর্বোচ্চ পদের জন্য মনোনীত করা হবে না, তা নিশ্চিত৷ কিন্তু ডেমোক্র্যাটরা অনেক বেশি মুক্তচিন্তায় বিশ্বাসী৷ তাদের তরফ থেকেই আমেরিকাকে বারাক ওবামার মতো প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট উপহার দেওয়া হয়েছিল৷ কয়েক পুরুষ আগে কেনিয়া থেকে তাঁর পূর্বপুরুষরা আমেরিকায় এসেছিলেন৷ ওবামা নিজে জন্মেছিলেন হাওয়াই-এর হনলুলুতে৷ তিনিই প্রথম মার্কিন ভূখণ্ডের বাইরে জন্মগ্রহণ করা প্রেসিডেন্ট৷

(৬৮ বছর পর দেখা মিলবে ‘সুপার মুন’-এর)

ডেমোক্র্যাট শিবিরের খবর, বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামাকে পরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হবে৷ তবে তিনি রাজনীতি নিয়ে বিশেষ আগ্রহী নন বলেই খবর৷ এদিকে, হিলারি ও বিল ক্লিনটনের কন্যা চেলসিকে ডেমোক্র্যাট পার্টি তৈরি করছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ পাঠানোর জন্য৷ এই অবস্থায় রিপাবলিকানদের চ্যালেঞ্জ জানানোর মতো মুখ খুব বেশি নেই৷ ডেমোক্র্যাট প্রাইমারিতে হিলারির কাছে পরাজিত সেনেটর বার্নি স্যান্ডার্স আছেন ঠিকই৷ কিন্তু ডেমোক্র্যাটরা আরও কয়েকটি বিকল্প মুখের খোঁজে৷ মার্কিন মুলুকের নামী সংবাদপত্র হাফিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, কমলা হ্যারিসের মধ্যে দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ার গুণাবলী খুঁজে পেয়েছেন ডেমোক্র্যাটরা৷

মঙ্গলবার ক্যালিফোর্নিয়া থেকে বিপুল ভোটে সেনেটে জিতেছেন ৫১ বছরের কমলা হ্যারিস৷ যাঁর মা চেন্নাই থেকে মার্কিন মুলুকে গিয়েছিলেন৷ বাবা জামাইকার মানুষ৷ ভারতীয় বংশোদ্ভূত কমলা ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল৷ প্রবল জনপ্রিয়৷ শুধু তাই নয়, জয়ের পরের দিনই তিনি দেশব্যাপী ট্রাম্পের বিভিন্ন্ নীতির বিরুদ্ধে প্রচার শুরু করেছেন৷ বিশেষত, প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের অভিবাসন নীতি ও অভিবাসীদের গণহারে আমেরিকা থেকে বের করে দেওয়ার বিরোধী তিনি৷ ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসাবে কমলার ট্র্যাক রেকর্ড ঈর্ষণীয়৷ পাশাপাশি, প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট ডো বিডেন-সহ শীর্ষ ডেমোক্র্যাট নেতৃত্ব তাঁকে খুবই পছন্দ করেন৷ মার্কিন পত্রিকাটির দাবি, এই যোগাযোগের জেরে পরের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা প্রার্থী হলে তাঁর দারুণ সুবিধা হবে দেশজুড়ে৷ পরাজয়ের পর ভাষণে হিলারি বলেছিলেন, “আমি জানি, এই সবচেয়ে উঁচু, সবচেয়ে কঠিন কাঁচের দেওয়াল আমরা ভাঙতে পারলাম না৷ কিন্তু কোনও একদিন, কেউ না কেউ সেই প্রাচীর ভাঙবে৷ হয়তো আমরা যতদিন পরের কথা ভাবছি, আশা করি তার চেয়েও আগে৷”

(নয়া প্রেসিডেন্ট নাপসন্দ, ট্রাম্প টাওয়ারের নিচে প্রতিবাদ লেডি গাগার)

The post প্রথম মার্কিন মহিলা প্রেসিডেন্ট হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত কমলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement