দেবাশিস সেন, ক্যান্ডি: এশিয়া কাপের মাঝে আচমকাই ভারতীয় শিবির ছেড়ে মুম্বই ফিরছেন জশপ্রীত বুমরাহ। যে কারণে সোমবার নেপালের বিরুদ্ধে দেশের জার্সিতে খেলবেন না ভারতীয় পেসার।
ব্যাপারটা কী? হঠাৎ কেন এশিয়া কাপের মাঝপথ থেকে বাড়ি ফিরছেন বুমরাহ? এমনিতে ব্যক্তিগত কারণের জন্যই তিনি নাকি বিসিসিআইয়ের (BCCI) কাছে ছুটি চেয়ে নিয়েছেন। তবে শোনা যাচ্ছে, প্রথমবার বাবা হতে চলেছেন ভারতীয় তারকা পেসার। আর সেই কারণেই মাঝে ক'টা দিন ছুটি নিয়ে মুম্বইয়ে স্ত্রী এবং পরিবারের কাছে যাচ্ছেন তিনি। তবে গোটা টুর্নামেন্টে তিনি খেলবেন না, এমনটা নয়। ভারতীয় দল সুপার ফোরে কোয়ালিফাই করলেই দলের সঙ্গে আবার যোগ দেবেন তিনি বলে খবর।
[আরও পড়ুন: আরও একটা ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, ‘দশে মিলে’ই ভারতসেরা মোহনবাগান]
চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন বুমরাহ (Jasprit Bumrah)। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর গত মাসেই আয়ারল্যান্ড সিরিজে কামব্যাক করেন তিনি। ফিরেই অধিনায়কত্বের দায়িত্ব পান। যেখানে ভাল ছন্দেই দেখা গিয়েছিল তাঁকে। ভারতকে সিরিজও জেতান বুমরাহ। আবার চলতি এশিয়া কাপে দলের অন্যতম স্তম্ভ তিনি। পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাট হাতে নেমেছিলেন। কঠিন মুহূর্তে তিনটে বাউন্ডারি হাঁকিয়ে ১৬ রানও করেন। যদিও বৃষ্টির জন্য বোলিংয়ের সুযোগ পাননি। তবে সোমবার নেপালের বিরুদ্ধে তিনি খেলবেন না।
বুমরাহ না খেললে দলে ফিরতে পারেন মহম্মদ শামি। যিনি পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না।