shono
Advertisement

পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সিল করবে ভারত: রাজনাথ

ক্রমবর্ধমান অনুপ্রবেশ ও জঙ্গি হানা রুখতে এবার এই পদক্ষেপ নিতে চলেছে ভারত৷ The post পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সিল করবে ভারত: রাজনাথ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:30 AM Mar 25, 2017Updated: 03:11 PM Dec 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমবর্ধমান সন্ত্রাসবাদী কার্যকলাপ ও অনুপ্রবেশ রুখতে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সিল করবে ভারত৷ এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ শনিবার, মধ্যপ্রদেশের টেকানপুরের বিএসএফ অ্যাকাডেমিতে বক্তব্য রাখেন তিনি৷ এদিন পাকিস্তানকে তুলোধোনা করে তিনি ভারতের  সীমানা রক্ষায় নিয়োজিত বিএসএফ-এর ভূয়সী প্রসংশা করেন৷

Advertisement

[যোগীকে ‘গুন্ডা’ বলায় এফআইআর দায়ের পরিচালকের বিরুদ্ধে]

এদিন বিএসএফ-এর পাসিং আউট প্যারেডে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সীমান্তে রণনৈতিক ও কৌশলগত পরিবর্তনে এনেছে বিএসএফ৷ নিজের কার্যকুশলতা ও সাহসিকতার জন্য পার্শ্ববর্তী দেশগুলির কাছে আজ সুপরিচিত বিএসএফ৷

পাকিস্তানও বাংলাদেশ সীমান্ত বন্ধ করার জন্য বহুদিন ধরে আলোচনা করছে ভারত৷ গতবছর, জম্মু ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে দেওয়াল বানানোর পরিকল্পনা নাকচ করেছিল কেন্দ্র৷ তবে ক্রমবর্ধমান অনুপ্রবেশ ও জঙ্গি হানা রুখতে এবার এই পদক্ষেপ নিতে চলেছে ভারত৷

[OMG! এই রাজ্যে মুক্তি নাও পেতে পারে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’!]

এছাড়াও বাংলাদেশি জঙ্গি সংগঠন জেএমবিকে নিয়েও চিন্তায় রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি৷ পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণে জেএমবি যোগাযোগের তথ্য মিলেছে৷ পশ্চিমবঙ্গ-সহ অসম, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও জেএমবি জাল ছড়িয়েছে বলেও এনআইএ-র হাতে তথ্য রয়েছে৷ জেএমবি-র হাত ধরে পশ্চিমবঙ্গ ও অসমের মতো বাংলাদেশের সঙ্গে সীমানা ভাগ করে রয়েছে এমন রাজ্যগুলি দিয়ে ইসলামিক স্টেট তথা দায়েশ এদেশে প্রবেশের চেষ্টা করবে বলেই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা৷ তাই সীমান্তে নজরদারি বাড়ানোনিয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে৷

[ভুঁড়িওয়ালা পুলিশ মামলায় হলফনামা তলব হাই কোর্টের]

The post পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত সিল করবে ভারত: রাজনাথ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement