সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (USA) ফের খুন হলেন এক ভারতীয়! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা এক শিখ গায়ককে গুরুদ্বারের সামনেই গুলি করে হত্যা করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। প্রশ্ন উঠছে, ধর্মীয় পরিচয়ের কারণেই মার্কিন মুলুকে খুন হতে হল শিখ যুবককে?
জানা গিয়েছে, মৃত শিখ যুবকের নাম রাজ সিং। একটি শিখ কীর্তন দলের সদস্য ছিলেন ২৪ বছর বয়সি রাজ। প্রায় দেড় বছর ধরে আমেরিকাতেই থাকতেন তিনি। গত ২৩ ফেব্রুয়ারি আমেরিকার আলবামাতে একটি গুরুদ্বারে অনুষ্ঠান করতে গিয়েছিল রাজের কীর্তন দল। অনুষ্ঠানের পরে গুরুদ্বারের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময়েই অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা এসে তাঁর পেট লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভারতীয় যুবকের।
[আরও পড়ুন: ইউক্রেনে সেনা পাঠালে পরমাণু হামলা! পশ্চিমা বিশ্বকে হুমকি পুতিনের]
গত শুক্রবার রাজের মৃত্যু হলেও সেই খবর প্রকাশ্যে আসতে অনেক দেরি হয়। রবিবার ছেলের মৃত্যুর খবর পায় উত্তরপ্রদেশের পরিবারটি। কিন্তু পাঁচদিন কেটে গেলেও এখনও রাজের দেহ ফেরত পাননি তাঁর পরিবারের সদস্যরা। রাজের এক আত্মীয় জানান, “আমাদের এক আত্মীয়ের মাধ্যমে খবর পেয়েছি। তবে পাঁচ দিন কেটে গেলেও রাজের ময়নাতদন্ত হয়নি। গুরদ্বার কমিটির সঙ্গে যোগাযোগ করেছি। সরকারের কাছেও আবেদন করেছি যেন খুনিরা যথাযথ শাস্তি পায়।”
মৃত্যুর পাঁচদিন পরেও ভারতে এসে পৌঁছয়নি রাজের দেহ। জানা গিয়েছে, তাঁর উপার্জনেই চলত সংসার। রাজের পরিবারে মা ছাড়াও রয়েছে দুই বোন ও এক ভাই। তাঁর হত্যার ঘটনায় ফের মার্কিন মুলুকে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। গত কয়েকদিনে পড়ুয়া থেকে শুরু করে একাধিক ভারতীয়র মৃত্যু হয়েছে আমেরিকায়। খুনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে আবারও মার্কিন মুলুকে খুন হলেন শিখ যুবক।