shono
Advertisement

‘আমার একশো শতাংশ এখনও দেখাই যায়নি’, বলছেন ভারতের তারকা গিল

২০২৩-এর আইপিএলে সবচেয়ে বেশি রান করেছিলেন গিল।
Posted: 01:22 PM Oct 25, 2023Updated: 02:03 PM Oct 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও একশো শতাংশ দিতে পারেননি ভারতের তারকা ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill)। তরুণ প্রতিভা স্বয়ং জানিয়েছেন, এখনও পর্যন্ত নব্বই শতাংশ তুলে ধরতে পেরেছেন তিনি।
চলতি বছর সর্বাধিক রান করেছেন গিল। বিশ্বকাপে এখনও পর্যন্ত নিজের সেরা ছন্দে ধরা দেননি তরুণ প্রতিভা। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের শুরু থেকে নামতে পারেননি শুভমান। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ”মানুষ এখনও পর্যন্ত নব্বই শতাংশ দেখেছেন। আমি অনুভব করি, আমার দক্ষতার একশো শতাংশ এবং ব্যক্তিত্ব এখনও দেখাতে পারিনি।”

Advertisement

[আরও পড়ুন: ‘আবার আমাদের দেখা হবে’, চার মাসের ছেলেকে হারিয়ে শোকে পাথর অজি ক্রিকেটার]

২০২৩-এর আইপিএলে ৮৯০ রান করে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন গিল। সাক্ষাৎকারে শুভমান বলেছেন, তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছনোর জন্য একসময়ে নিজের উপরে অত্যাধিক চাপ নিয়ে ফেলেছিলেন তিনি।
সাক্ষাৎকারে গিল বলেছেন, ”হয়তো আমি অতিরিক্ত চেষ্টা করে ফেলছিলাম। আমি নিজেকে বলছিলাম, তুমি অনেকগুলো ইনিংস খেলেছো, অস্ট্রেলিয়ায় একটি সেঞ্চুরি হাতছাড়া করেছো। আর যেন সেঞ্চুরি মিস না হয়, সেই কথাই মনে মনে বলছিলাম। নিজেই বুঝতে পেরেছিলাম অতিরিক্ত চাপ নিয়ে ফেলছি নিজের উপরে।”

[আরও পড়ুন: বিশ্বকাপের পরই নেতৃত্ব খোয়াবেন বাবর আজম! পাক অধিনায়ক হওয়ার দৌড়ে তিন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement