সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনে নিখোঁজ এক ভারতীয় পড়ুয়া। গত দুদিন ধরে তাঁর কোনও খোঁজ মেলেনি। মনজিন্দর সিং সিরসা নামের এক বিজেপি এক্স হ্যান্ডলে এই কথা জানিয়েছে বিদেশ মন্ত্রককে এবিষয়ে হস্তক্ষেপের করার আর্জি জানিয়েছেন।
জানা গিয়েছে, নিখোঁজ পড়ুয়ার নাম জি এস ভাটিয়া। গত ১৫ ডিসেম্বর থেকে পূর্ব লন্ডন (East London) থেকে তিনি নিখোঁজ। শেষবার তাঁকে ক্যানারি হোয়ার্ফে দেখা গিয়েছিল। লফবরো বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার জন্য সরকারকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছেন সিরসা। সেই সঙ্গে তিনি শেয়ার করেছেন ভাটিয়ার আইডেন্টিফিকেশন কার্ড ও রেসিডেন্স পারমিট। পাশাপাশি দুটি নম্বরও সেখানে দিয়েছেন তিনি। সকলের কাছে তাঁর আবেদন,ওই ছাত্র সম্পর্কে কোনও খবর থাকলে যেন তা ওই নম্বরের মাধ্যমে জানিয়ে দেন। আরও বহু মানুষকে এই ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
[আরও পড়ুন: সংসদে হামলার প্রতিবাদ করায় নয়, অন্য কারণে সাসপেন্ড বিরোধী সাংসদরা, সাফাই বিড়লার]
উল্লেখ্য, বিদেশে ভারতীয় পড়ুয়াদের নানা বিপত্তির কথা জানা গিয়েছে। হুমকি থেকে প্রকাশ্যে মারধরের মতো নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বেশির ভাগ সময়ে তৎপর হয়েছে কেন্দ্র। এবার এই পড়ুয়ার ক্ষেত্রেও তেমনই কোনও পদক্ষেপ করা হয়নি, সেদিকে নজর ওয়াকিবহাল মহলের।