সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় ফের বিপাকে ভারতীয় পড়ুয়া। চলতি বছরে মার্কিন মুলুকে একের পর এক ভারতীয়র মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি মৃত্যু নিয়ে রয়েছে প্রশ্নও। এহেন পরিস্থিতিতে নিখোঁজ হয়ে গেলেন এক ভারতীয় তরুণী। জানা গিয়েছে, শেষবার একটি গাড়ি চালাতে দেখা গিয়েছিল তাঁকে।
আমেরিকার পুলিশ সূত্রে খবর, নিখোঁজ তরুণীর নাম নিথিশা কান্ডুলা। ক্যালিফোর্নিয়ার (California) একটি সরকারি বিশ্ববিদ্যালয়, সান বার্নারডিনোর পড়ুয়া ছিলেন ২৩ বছর বয়সি নিথিশা। গত ২৮ মে থেকে তাঁর খোঁজ মিলছে না বলেই খবর। পুলিশের তরফে আরও জানানো হয়, শেষবার লস অ্যাঞ্জেলসে দেখা গিয়েছিল ভারতীয় তরুণীকে। একটি গাড়ি চালাচ্ছিলেন তিনি। তার পর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। গাড়িটি কোথায় গিয়েছে, জানা যায়নি সেটাও।
[আরও পড়ুন: মালদ্বীপে নিষিদ্ধ ইজরায়েলিরা! নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ নেতানিয়াহু প্রশাসনের]
গত ৩০ মে নিথিশা নিখোঁজ হওয়ার রিপোর্ট জমা পড়ে পুলিশের কাছে। তার পর থেকে তল্লাশি শুরু হলেও ভারতীয় তরুণীর খোঁজ মেলেনি। ফলে আবারও প্রশ্ন উঠছে মার্কিন মুলুকে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে। উল্লেখ্য, গত মাসেই মার্কিন (USA) মুলুকে পড়তে গিয়ে শিকাগো থেকে হায়দরাবাদের যুবক নিখোঁজ হওয়ার খবর মিলেছিল। এক মাসের মধ্যেই ফের বিপদের মুখে আমেরিকায় পড়তে যাওয়া ভারতীয় তরুণী।
চলতি বছরের গোড়া থেকেই মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে একের পর এক ভারতীয় ছাত্রের। শুধুমাত্র জানুয়ারি মাসেই সেখানে প্রাণ হারিয়েছিলেন চার পড়ুয়া। তখনই প্রশ্ন উঠেছিল আমেরিকার মাটিতে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছিল যে জাতির ভিত্তিতে হিংসাত্মক আচরণ বরদাস্ত করা হবে না। ভারতীয় পড়ুয়ারা নির্ভয়ে আমেরিকায় পড়তে যেতে পারেন বলে জানিয়েছিলেন সেদেশের ভারতীয় রাষ্ট্রদূতও। কিন্তু তার পরেও ভারতীয় পড়ুয়াদের ভোগান্তি কমেনি।