-
- ফটো গ্যালারি
- Indian team practices before t20 world cup semifinal
'বদলা'র সেমিফাইনালের আগে ভারতের অনুশীলন, ইংল্যান্ড বধের প্রস্তুতি রোহিত-বিরাটদের
সেমিফাইনালে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
Tap to expand
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। ট্রফি জয়ের আরও কাছে পৌঁছতে মেন ইন ব্লুর প্রতিপক্ষ ইংল্যান্ড। কিন্তু বৃহস্পতিবারে সেমিফাইনাল ম্যাচে ভিলেন হতে পারে বৃষ্টি।
Tap to expand
বুধবার টিম ইন্ডিয়ার প্র্যাকটিসের আগেও বৃষ্টি হয় গায়ানা প্রভিন্স স্টেডিয়ামে। নির্ধারিত সময়ে অবশ্য অনুশীলনে পৌঁছে যায় গোটা দল।
Tap to expand
তবে অনুশীলনের আগে দীর্ঘক্ষণ কভারে ঢাকা ছিল ভারতের অনুশীলনের মাঠ। স্থানীয় আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, ম্যাচের দিন ৮৮ শতাংশ বৃষ্টি হতে পারে।
Tap to expand
যদিও পুরো ৪০ ওভারের টানটান ম্যাচ হবে বলেই আশাবাদী অধিনায়ক রোহিত শর্মা। তবে আবহাওয়া নিয়ে সেভাবে মাথা ঘামাতে তিনি নারাজ।
Tap to expand
এদিন সবার আগে নেটে ব্যাট করতে যান বিরাট কোহলি এবং ঋষভ পন্থ। বোলারদের মোকাবিলা করার পাশাপাশি থ্রো ডাউনের বিরুদ্ধেও ব্যাট করেন বিরাট।
Tap to expand
চলতি টুর্নামেন্টে সেভাবে ফর্মে নেই বিরাট। সেমিফাইনালে কি কথা বলবে তাঁর ব্যাট? ইংল্যান্ড ম্যাচের আগে দীর্ঘক্ষণ ব্যাটিং করেন কিং কোহলি। যদিও তাঁর রান না পাওয়া নিয়ে চিন্তা করছেন না রোহিত।
Tap to expand
বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতের বোলিং লাইন আপ। অজিদের বিরুদ্ধে ম্যাচে একটা সময় বেকায়দায় পড়ে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন করেছেন জশপ্রীত বুমরাহরা। এদিন ইংল্যান্ড বধের মহড়া সেরে রাখলেন হার্দিক পাণ্ডিয়ারা।
Published By: Anwesha AdhikaryPosted: 11:23 PM Jun 26, 2024Updated: 12:24 AM Jun 27, 2024
সেমিফাইনালে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।