সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে বার্বাডোজে মাটি ধরিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বজয় করেছিলেন রোহিত শর্মারা।
বার্বাডোজ থেকে চেন্নাইয়ের দূরত্ব কত? গুগল সার্চ ইঞ্জিন বলছে প্রায় ১৫ হাজার কিলোমিটার। দেশের মাটিতেও ভারতেরই জয়জয়কার। চার দিনেই টেস্ট ম্যাচ জিতে নিল ভারতের মেয়েরা (India Women)। রেকর্ডের পর রেকর্ড হল। ভারতের কিংবদন্তি ঝুলন গোস্বামীর রেকর্ড চেন্নাইয়ে ছুঁলেন ভারতের স্নেহ রানা। প্রথম ইনিংসে পাহাড় প্রমাণ রান করে ভারতের মেয়েরা। ৬ উইকেটে ৬০৩ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। প্রোটিয়া ব্রিগেড ২৬৬ রানে অল আউট হয়ে যায়। স্নেহ রানা ৮টি উইকেট নেন প্রথম ইনিংসে। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট নিয়ে এক টেস্টে মোট ১০ উইকেট নেন স্নেহ। ঝুলনের রেকর্ড ছুঁলেন তিনি।
[আরও পড়ুন: রোহিতদের দলে নেই বাংলার ক্রিকেটার, মেদিনীপুরের দয়ানন্দের হাত ধরেই বিশ্বজয়ের শরিক বাঙালি]
ফলো অন করানো হয় দক্ষিণ আফ্রিকাকে। দ্বিতীয় ইনিংসে ৩৭৩ রান তোলে প্রোটিয়ারা। জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৭ রান। শেফালি বর্মা এবং শুভা সতীশ বিনা উইকেটে সেই রান তুলে নেন। ১০ উইকেটে ভারত টেস্ট ম্যাচ জিতে নেয়। ২০০৬ সালে টনটনে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেট নিয়েছিলেন ঝুলন গোস্বামী।
পুরুষদের হোক বা মহিলাদের ক্রিকেট, ভারতের জয়জয়কার চলছে। দারুণ এক সময়ের মধ্যে দিয়ে চলছে দেশের ক্রিকেট। রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অপরাজিত থেকে বিশ্বজয় করেছে ভারত। অন্যদিকে দেশের মাটিতে অনুষ্ঠিত এক টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকার মহিলাদের দাঁড়াতেই দেননি ভারতের মহিলা ক্রিকেটাররা। শেফালি বর্মা ২০৫ রান করেন। আরেক ওপেনার স্মৃতি মন্ধনা ১৪৯ রান করেন। টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ রান করেন দুই ভারতীয় ওপেনার। বিশ্বক্রিকেটেও নতুন রেকর্ড গড়ে ভারতের মহিলা দল। তার পরে বল হাতেও রেকর্ড ছুঁলেন স্নেহ রানা।