shono
Advertisement

জোর করে গোমাংস খাওয়ানোর অভিযোগ, সৌদি আরবে বিপাকে হিন্দু যুবক

বিদেশমন্ত্রীর কাছে সাহায্যের আরজি জানিয়েছেন নির্যাতিত৷ The post জোর করে গোমাংস খাওয়ানোর অভিযোগ, সৌদি আরবে বিপাকে হিন্দু যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 01:35 PM Jun 02, 2019Updated: 01:35 PM Jun 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসারের দায়িত্ব কাঁধে নিতে হবে৷ অথচ দেশে মনের মতো মিলছে না চাকরি৷ তাই বাধ্য হয়েই পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে৷ স্বপ্ন দেখেছিলেন উপার্জন ভাল হলে সুখে থাকবেন পরিজনেরা৷ কিন্তু সৌদি আরবে পা রাখামাত্রই স্বপ্ন ভেঙে চুরমার৷ স্বপ্নের সঙ্গে মিলল না বাস্তব৷ পরিবর্তে দেশে ফেরার জন্য বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে সাহায্যের আরজি জানালেন ওই ব্যক্তি৷

Advertisement

[ আরও পড়ুন: মিমি-নুসরতের পোশাক নিয়ে খোঁচা, সোশ্যাল মিডিয়ায় সমালোচিত সাংবাদিক]

বছর একত্রিশের মাণিক চট্টোপাধ্যায় মুম্বইয়ের একটি সংস্থার মাধ্যমে সৌদি আরবে চাকরি পান৷ নিয়োগপত্র অনুযায়ী রাঁধুনি হিসাবে নিযুক্ত করা হয়েছিল তাঁকে৷ বেতন ভাল দেখে আর না করেননি৷ মুম্বই থেকে সোজা পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে৷ কিন্তু চাকরির শুরুতেই ধাক্কা৷ মাণিকের দাবি, তাঁকে গোমাংস রান্না করতে দেওয়া হয়৷ কিন্তু ধর্মের কথা ভেবে রান্না করবেন না বলেই ঠিক করেন তিনি৷ অভিযোগ, তাতেই অগ্নিশর্মা হয়ে যান ওই সংস্থার আধিকারিকরা৷ জোর করে গোমাংস খাওয়ানো হয় তাঁকে৷ একা মাণিক নন, ওই সংস্থায় আরও অনেক হিন্দু কর্মচারীর সঙ্গে এমন দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ ভুক্তভোগীর৷ গোটা ঘটনাটি ভিডিও আকারে টুইট করেন মাণিক৷

[ আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক, প্রথম দিনেই ‘মিশন কাশ্মীর’ অমিত শাহর]

টুইটে মাণিক লেখেন, ‘‘আমি গোটা ঘটনায় অত্যন্ত বিরক্ত৷ অত্যাচারের পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছি৷ আমার ধর্মীয় বিশ্বাসে আঘাত করা হচ্ছে প্রতিনিয়ত৷’’ বিদেশমন্ত্রী এস জয়শংকরকে বিপদের হাত থেকে রক্ষা করার দাবিও জানিয়েছেন মাণিক৷ সৌদি আরব থেকে ফেরার বন্দোবস্ত না হলে আত্মহত্যা করবেন বলেও জানিয়েছেন মাণিক৷ এদিকে, নির্যাতিতর টুইট নজর কেড়েছে সদ্য দপ্তরের দায়িত্ব নেওয়া বিদেশমন্ত্রীর৷ বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷

The post জোর করে গোমাংস খাওয়ানোর অভিযোগ, সৌদি আরবে বিপাকে হিন্দু যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement