shono
Advertisement

সোনা জিতে নজির গড়লেন শতায়ুর ‘তরুণী’

আমেরিকার মাস্টার্স গেমের ট্র্যাকে নেমে তাঁর থেকে কমবয়সিদের ঘাম ছুটিয়ে দিলেন মন কৌর৷ The post সোনা জিতে নজির গড়লেন শতায়ুর ‘তরুণী’ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:40 PM Aug 30, 2016Updated: 06:10 PM Aug 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স তো সংখ্যা মাত্র৷ মনের জোরটাই আসল৷ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এ কথাই আওড়ান ১০০ বছরের বৃদ্ধা মন কৌর৷ তবে শুধু মুখেই না৷ তা কাজেও করে দেখিয়েছেন তিনি৷ একাধিকবার৷ এবার মার্কিন মুলুকে এই ভারতীয় বৃদ্ধা যা করে দেখালেন, তার জন্য গোটা বিশ্ব তাঁকে কুর্নিশ জানাল৷ তাঁর কৃতিত্বে মাথা উঁচু হল ১৩০ কোটি ভারতবাসীর৷

Advertisement

আমেরিকার মাস্টার্স গেমের ট্র্যাকে নেমে তাঁর থেকে কমবয়সিদের ঘাম ছুটিয়ে দিলেন মন কৌর৷ ৭০, ৮০ বছরের প্রতিযোগীদের পিছনে ফেলে ১০০ মিটার দৌড়ে প্রথম হয়ে গেলেন ১০০ বছরের তরুণী৷ প্রতিযোগিতায় তিনিই ছিলেন প্রবীনতম৷ সবাইকে হারিয়ে জিতে নিলেন সোনা৷ ওলিম্পিক নয় তো কী! সোনার পদকের মূল্য কোনও অ্যাথলিটের কাছে সবসময় একইরকম গুরুত্বপূর্ণ৷ তাই এই বয়সে সোনা জিতে উচ্ছ্বসিত মন কৌর৷ তাঁর ৭৮ বছরের ছেলে গৌরব সিং জানালেন, “মা জিততে ভালবাসে৷ দেশে ফিরে বন্ধুদের নিজের কৃতিত্বের কথা মা নিজেই গল্প করবে৷”

এটাই অবশ্য তাঁর প্রথম সোনা জয় নয়৷ এর আগে শট পাট ও জ্যাভলিংয়েও সোনা জিতেছেন মন কৌর৷ এছাড়া আঞ্চলিক গেমসে ২০ টিরও বেশি পদক রয়েছে তাঁর ঝুলিতে৷ ছেলে গৌরবের কথাতেই খেলাধুলো করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷ তখন তাঁর বয়স ৯৩৷ শতরান হাঁকিয়েও এখনও পুরোপুরি হিট তিনি৷ রোজ সকালে উঠে জগিং করেন এই বৃদ্ধা৷ তাঁর এই কৃতিত্ব নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়াবিদদের৷

The post সোনা জিতে নজির গড়লেন শতায়ুর ‘তরুণী’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement