shono
Advertisement

ফের একদিনে রেকর্ড সংক্রমণ দেশে, মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৩ লক্ষের গণ্ডি

৭৬.২৪ শতাংশ সুস্থতার হার আশা জোগাচ্ছে সাধারণ মানুষকে। The post ফের একদিনে রেকর্ড সংক্রমণ দেশে, মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৩ লক্ষের গণ্ডি appeared first on Sangbad Pratidin.
Posted: 10:00 AM Aug 27, 2020Updated: 10:00 AM Aug 27, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে কয়েকদিন দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী থাকলেও বৃহস্পতিবার লাফিয়ে বাড়ল দেশের পরিসংখ্যান। একলাফে ৭৫ হাজার পার করল দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। এখনও পর্যন্ত একদিনের নিরিখে এটাই সর্বাধিক। মৃতের সংখ্যাও হাজার পার করল এদিন। সবমিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ লক্ষ ১০ হাজার ২৩৫। মৃতের সংখ্যা বেড়ে হল ৬০ হাজার ৪৭২।

Advertisement

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭২০ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৩ লক্ষের গণ্ডি। তবে এর মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ লক্ষ ২৫ হাজার ৯৯১। সুস্থ হয়েছেন ২৫ লক্ষ ২৩ হাজার ৭৭২ জন। মোট মৃতের সংখ্যা দেশে ৬০ হাজার ৪৭২। তবে সুস্থতার হার ঊর্ধ্বমুখী দেশে। ৭৬.২৪ শতাংশ সুস্থতার হার আশা জোগাচ্ছে সাধারণ মানুষকে।

[আরও পড়ুন: শুধু ব্যবসার কথা না ভেবে মানুষের দুর্ভোগের কথাও ভাবুন, কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের]

গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও বেশ উদ্বেগজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০ হাজার ৪৭২।

The post ফের একদিনে রেকর্ড সংক্রমণ দেশে, মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৩ লক্ষের গণ্ডি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement