সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েক ঘণ্টা। তারপরই এশিয়া কাপের মেগা লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান। শক্তিশালী বাবর আজমদের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা করে নিতে চলেছেন কারা? কোন তারকাকেই বা দেখা যাবে চার নম্বরে? বুমরাহ, শামি, সিরাজদের সঙ্গে কি সুযোগ পাবেন শার্দূলও? চলুন দেখে নেওয়া যাক শনিবাসরীয় পাল্লেকেলেতে পাকিস্তানের বিরুদ্ধে কী হতে পারে ভারতের (Team India) প্রথম একাদশ?
দীর্ঘদিন পর সর্বশক্তি নিয়ে কোনও টুর্নামেন্টের ২২ গজে নামবে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। গত বছর এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সাক্ষাতে একবার জয় ও আর একবার হার হয়েছিল টিম ইন্ডিয়ার। এবারও পাকিস্তানকে সমীহ করে চলছেন রোহিত। কারণ ওয়ানডে ফরম্যাটে দুরন্ত ছন্দে রয়েছে পাকিস্তান। তাছাড়া নেপালের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৩৮ রানে জিতে আত্মবিশ্বাসে টগবগ করছে পাকিস্তান। এহেন দলের বিরুদ্ধে এদিন ওপেন করবেন রোহিত শর্মা এবং শুভমান গিল।
[আরও পড়ুন: রবিবারের যুবভারতীতে ফিরবে ১৯ বছর আগের ইতিহাস, আশা ইস্টবেঙ্গলকে জেতানো চন্দনের]
তিন নম্বরে প্রত্যাশিতভাবে বিরাট কোহলিরই (Virat Kohli) থাকার কথা। চার এবং পাঁচ নম্বরে কাকে নামানো হবে, সে নিয়ে বিস্তর আলোচনা চলছেই। চোট সারিয়ে দলে ফেরা শ্রেয়স আইয়ারেরই চার নম্বরে খেলার সম্ভাবনা বেশি। পাঁচে নামানো হতে পারে ঈশান কিষানকে। সেক্ষেত্রে সূর্যকুমার যাদবের খেলার সম্ভাবনা কম। কারণ ছয় ও সাত নম্বরটি স্থানটি কার্যত পাকা করে রেখেছেন দুই অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা।
এশিয়া কাপে নেই যুজবেন্দ্র চাহাল। তাই স্পিন বিভাগে ভরসা কুলদীপ যাদব। তিন পেসার শামি, সিরাজ এবং বুমরাহ খেলায় প্রথম একাদশে শার্দূলের জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, বৃষ্টিতে ম্যাচ বিঘ্নিত হলে তার অ্যাডভান্টেজ কোন দল পাবে!