shono
Advertisement
student

জনসংখ্যা বৃদ্ধির চেয়ে বেশি পড়ুয়া আত্মহত্যার হার! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গত এক দশকে ছাত্রী আত্মঘাতীর হার ৬১ শতাংশ, ছাত্রদের হার ৫০ শতাংশ।
Published By: Amit Kumar DasPosted: 03:14 PM Aug 30, 2024Updated: 03:14 PM Aug 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার সন্তান স্কুল-কলেজে পড়ে? আপনার বাড়িতে পড়ুয়া আছে? সাবধান! ন‌্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ‌্য অনুযায়ী, দেশের জনস‌ংখ‌্যা বৃদ্ধির হারের থেকেও বেড়ে গিয়েছে ছাত্রছাত্রীদের আত্মহত‌্যার হার।

Advertisement

বুধবার বার্ষিক আইসি৩ কনফারেন্স ও এক্সপো ২০২৪-এ রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, “প্রতি বছর সার্বিক আত্মহত্যার ঘটনা ২ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পড়ুয়াদের আত্মঘাতী হওয়ার হার গত দু’দশকে ৪ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। যা রীতিমতো উদ্বেগজনক। ২০২২ সালে যতজন আত্মহত্যা করেছে, তার মধ্যে ৫৩ শতাংশ ছাত্র। ২০২১ আর ২০২২ মধ্যে ছাত্রদের আত্মহত্যার ঘটনা ৬ শতাংশ কমলেও, ছাত্রীদের আত্মহত্যা বেড়েছে ৭ শতাংশ।

[আরও পড়ুন: ৪৮ বছরে প্রথমবার! আরব সাগর থেকে ধেয়ে আসছে দানব ‘আসনা’, প্রমাদ গুনছে দেশ]

গত এক দশকে যখন ০ থেকে ২৪ বছর বয়সিদের জনসংখ‌্যা কমেছে, তখন ছাত্র আত্মহত্যার ঘটনা ৬ হাজার থেকে বেড়ে হয়েছে ১৩ হাজারেরও বেশি। ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন‌্য বিখ‌্যাত রাজস্থানের কোটায় প্রতি বছর ছাত্রছাত্রীদের আত্মঘাতী হওয়ার খবর শিরোনামে এলেও মোট আত্মহত‌্যার ঘটনার নিরিখে সবার আগে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ। ব্যতিক্রম নয় দক্ষিণ ভারতের রাজ‌্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও। তবে সেই তালিকায় দশম স্থানে রয়েছে রাজস্থান।

[আরও পড়ুন: নিমেষে ঝাঁজরা হবে শত্রু! সেনাকে শক্তিশালী করতে অত্যাধুনিক সিগ ৭১৬ রাইফেল কিনছে ভারত]

ন‌্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ‌্য অনুযায়ী, গত এক দশকে ছাত্রী আত্মঘাতীর হার ৬১ শতাংশ, ছাত্রদের হার ৫০ শতাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশের জনসংখ্যা বৃদ্ধির হারের থেকেও বেড়ে গিয়েছে ছাত্রছাত্রীদের আত্মহত্যার হার।
  • প্রতি বছর সার্বিক আত্মহত্যার ঘটনা ২ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, বলছে রিপোর্ট।
  • ২০২১ আর ২০২২ মধ্যে ছাত্রদের আত্মহত্যার ঘটনা ৬ শতাংশ কমলেও, ছাত্রীদের আত্মহত্যা বেড়েছে ৭ শতাংশ।
Advertisement