shono
Advertisement

সীমান্তে দাঁড়িয়ে কয়েকশো পণ্যবোঝাই ট্রাক, চরম আর্থিক সংকটের মুখে পাকিস্তান

আটারি-ওয়াঘা বর্ডারে বাড়ছে পাকিস্তান থেকে আগত ট্রাকের সংখ্যা৷ The post সীমান্তে দাঁড়িয়ে কয়েকশো পণ্যবোঝাই ট্রাক, চরম আর্থিক সংকটের মুখে পাকিস্তান appeared first on Sangbad Pratidin.
Posted: 05:21 PM Feb 22, 2019Updated: 05:21 PM Feb 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হানার পর ইসলামাবাদকে ভাতে মারতে বেশকিছু বড় পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি৷ ইতিমধ্যে, পাকিস্তানের থেকে কেড়ে নেওয়া হয়েছে ‘মোস্ট ফেভারড নেশনে’র তকমা৷ সেদেশ থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করা হয়েছে৷ সূত্রের খবর, কেন্দ্রের এই সিদ্ধান্তে ব্যাপক চাপে পড়ছে পাকিস্তান৷ আটারি-ওয়াঘা বর্ডারে পরপর দাঁড়িয়ে পড়েছে কয়েকশো পণ্যবোঝাই ট্রাক৷ বর্ডার পেড়িয়ে এখনও এদেশে প্রবেশ করতে পারেনি ট্রাকগুলি৷ ফলে সীমান্তেই নষ্ট হচ্ছে কোটি টাকার পণ্য৷ এবং এর ব্যাপক প্রভাব পড়ছে পঙ্গু পাক অর্থনীতির উপর৷

Advertisement

[সিওল শান্তি পুরস্কার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ]

সূত্রের খবর, আটারি-ওয়াঘা বর্ডারে দাঁড়িয়ে থাকা বেশির ভাগ ট্রাকে রয়েছে সিমেন্ট ও ফল৷ এই দুটি পণ্যই ওদেশ থেকে বেশি পরিমাণে আমদানি করে ভারত৷ কেন্দ্রের সিদ্ধান্তে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে পণ্য আমদানি৷ এবং কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন করেছে আমদানি-রপ্তানি বাণিজ্যে যুক্ত দেশের সংগঠনগুলি৷ এক সংগঠনের সদস্য রাজদীপ উপ্পাল জানিয়েছেন, সরকারের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে তাঁদের৷ পাশাপাশি, সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন মধ্যপ্রদেশের ঝাপুয়া জেলার কৃষকরাও৷ সেখানকার প্রায় পাঁচ হাজার মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন৷ তাঁরাও জানিয়েছেন, পাকিস্তানে টমেটো রপ্তানি করবেন না৷ রবীন্দ্র পাতিদর নামের এক কৃষক বলেন, ‘‘আমরা কষ্ট করে চাষ করি৷ আমাদের চাষের টমেটো পৌঁছে যায় পাকিস্তানে৷ তা খেয়ে আমাদের জওয়ানদেরই হত্যা করছে পাকিস্তান৷ এখন আমাদের একটাই লক্ষ্য, পাকিস্তানের বরবাদি৷’’ পাকিস্তানে সবচেয়ে বেশি পরিমাণ সবজি যায় দিল্লির আজাদপুর মান্ডি থেকে৷ সেখানকার টমেটো ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কৌশিক জানিয়েছেন, ৭৫ থেকে ১০০ ট্রাক টমেটো পাকিস্তানে রপ্তানি করেন তাঁরা৷ কিন্তু পাক মদতে পুলওয়ামায় জঙ্গি হামলার পর, সমস্ত রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে৷

[পুলওয়ামা ইস্যুতে প্রবল চাপে পাকিস্তান, এবার মুখ ফেরাল ‘বন্ধু’ চিন]

সমীক্ষা বলছে, প্রত্যেক বছর পাকিস্তান থেকে ১১২.৮ মিলিয়ন ডলার অর্থের ফল আমদানি করে ভারত৷ সিমেন্ট আমদানি করা হয় ৭৮.৩ মিলিয়ন ডলার অর্থের৷ এছাড়া রাসায়নিক সামগ্রী ও সার আমদানি করা হয় যথাক্রমে ৬০.৪ মিলিয়ন ডলার অর্থের ও ৩৪.৯ মিলিয়ন ডলার অর্থের৷ ২০১৪ থেকেই আটারি-ওয়াঘা বর্ডার দিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে আমদানি-রপ্তানির হার কমতে শুরু করেছে৷ ২০১৪-১৫ সালে ওই বর্ডার দিয়ে ২১১৭ কোটি টাকার পণ্য রপ্তানি করেছে ভারত৷ তুলনায় ২০১৮-১৯ এ সংখ্যাটা দাঁড়িয়েছে ১৩১ কোটি টাকা৷ একই ভাবে, ২০১৪-১৫ সালে ওই বর্ডার দিয়ে ২৩৬৮ কোটি টাকার পণ্য আমদানি করেছে ভারত৷ তুলনায় ২০১৮-১৯ এ সংখ্যাটা দাঁড়িয়েছে ৭২১ কোটি টাকা৷

The post সীমান্তে দাঁড়িয়ে কয়েকশো পণ্যবোঝাই ট্রাক, চরম আর্থিক সংকটের মুখে পাকিস্তান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement