সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্যাপ্ত সংখ্যায় পাইলট নেই। শুক্রবারও ইন্ডিগোর ১৩০টি বিমান বাতিল হয়ে গেল। ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের। ইন্ডিগোর মুখপাত্র অবশ্য জানিয়েছেন, পূর্ব নির্ধারিত সূচি মেনে ওই বিমানগুলির বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও বাড়তি উড়ান বাতিল হয়নি।
[ বিজেপি বিধায়কের আয়োজিত অনুষ্ঠানে চটুল নাচ, বিতর্ক তুঙ্গে]
এদেশে সস্তার বিমান পরিবহণকারী সংস্থা হিসেবে যথেষ্ট জনপ্রিয় ইন্ডিগো। প্রতিদিন দেশের বিভিন্ন রুটে ইন্ডিয়ার প্রায় ১,৩০০টি বিমান চলে। কিন্তু, কখনও পাইলটের ঘাটতি তো কখনও আবার প্রাকৃতিক দুর্যোগ, গত শনিবার থেকে অনিয়মিত ইন্ডিগোর বিমানের পরিষেবা। প্রায় প্রতিদিন বাতিল হচ্ছে উড়ান। গত শনিবার দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে প্রবল ঝড়-বৃষ্টি হয়। বাতিল হয়ে যায় ইন্ডিগোর বিমান। বৃহস্পতিবারও টেকনিক্যাল কারণ ও বেঙ্গালুরু বিমানবন্দর আংশিক বন্ধ থাকার কারণে প্রভাব পড়ে দেশের অন্যতম সস্তা বিমান সংস্থার পরিষেবায়। সেদিন বাতিল হয়েছিল অন্তত ৭০টি বিমান। বুধবার ওড়েনি ইন্ডিগোর ৪৯টি বিমান। পরিস্থিতি এতটাই খারাপ যে, চলতি মাসের বাকি দিনগুলিতে গড়ে ৩০টি করে বিমান বাতিলের কথা ঘোষণা করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ।
শুক্রবারও কেন ১৩০টি বিমান বাতিল করা হল? ইন্ডিগো কর্তৃপক্ষের বক্তব্য, বেঙ্গালুরু-সহ দেশের বেশ কয়েকটি বিমানবন্দর থেকে বিমান চলাচলে সতর্কবার্তা জারি করা হয়েছে। এই মহুর্তে পরিষেবা চালু রাখার মতো পর্যাপ্ত সংখ্যা পাইলটও নেই। তাই বাধ্য হয়েই শুক্রবার নির্ধারিত সূচি মেনে ১৩০টি বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।
[ ভ্যালেন্টাইনস ডে-তে রাহুলকে চুমু মহিলার, ভাইরাল ভিডিও
The post শুক্রবার বাতিল ইন্ডিগোর ১৩০টি উড়ান, ক্ষুব্ধ যাত্রীরা appeared first on Sangbad Pratidin.