বিধান নস্কর, দমদম: মাঝ আকাশে বিকল একটি ইঞ্জিন। কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করল বেঙ্গালুরুগামী ইন্ডিগো ৬ই ৫৭৩ বিমান। বিমানটিতে ১৬৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু মেম্বার ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুস্থ রয়েছেন।
শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যায় ইন্ডিগোর বিমানটি। আকাশে ভাসার পর পাইলট বুঝতে পারেন ডানদিকের একটি ইঞ্জিন কাজ করছে না। সমস্যা বুঝতে পেরেই দেরি করেননি পাইলট। যোগাযোগ করেন কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। ঘটনার বিবরণ দিয়ে জুরুরি অবতরণের অনুমতি চান তিনি। অনুমতি দিতে দেরি করেনি ট্র্যাফিক কন্ট্রোল।
[আরও পড়ুন: ধর্ষণের তদন্তে গিয়ে বিপত্তি, হাসনাবাদে অভিযুক্তর হাতে ‘মার খেল’ পুলিশই]
তারপরই অবরতন করেন পাইলট। ততক্ষণে জরুরিকালীন ভিত্তিতে তৈরি দমকলের কর্মী থেকে ইঞ্জিনিয়াররা। বিমানে আগুন লাগার কথা মাথায় রেখে দমকল কর্মীদের প্রস্তুত রাখা হয়। তবে দুর্ঘটনা কিছু ঘটেনি। বিমানটির সফল অবতরণের পর তড়িঘড়ি বার করে আনা হয় যাত্রীদের। ইঞ্জিনিয়াররা ইঞ্জিন মেরামতির কাজে নামেন।
কিন্তু, বার বার এ ধরনের ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিগত কয়েক মাসে লাগাতার একই ধরণের ঘটনায় উদ্বেগ সব মহলেই। বিমানগুলির রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠছে।