shono
Advertisement

Breaking News

তীব্র ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় প্রাকৃতিক বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

এক সপ্তাহে ব্যবধানের দু'বার ভূমিকম্প! The post তীব্র ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় প্রাকৃতিক বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:40 AM Aug 06, 2018Updated: 11:34 AM Aug 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহে ভূকম্প কেড়ে নিয়েছিল ১৭টি প্রাণ। রবিবার ফের তীব্র কম্পন অনুভব করলেন ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপের বাসিন্দারা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৮২ জন৷ ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। জারি করা হয়েছে সুনামির সতর্কতা৷ উদ্ধার কাজ চলছে জোর কদমে৷ রবিবার ভূকম্পন অনুভূত হয় বালি ও লম্বক দ্বীপে৷ ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ বাড়ির বাইরে খোলা আকাশের নীচে আশ্রয় নেন বালি ও লম্বক দ্বীপের বাসিদ্ধারা৷ জারি সুনামি সতর্কতা৷

Advertisement

[মার্কিন হুঁশিয়ারিকে বুড়ো আঙুল! রমরমিয়ে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছেন কিম]

ইন্দোনেশিয়া প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবারের ভূমিকম্পে জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বাড়ি৷ মার্কিন জিওগ্রাফিকাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে৷ ভূমিকম্পের পর আরও প্রায় ২৪ বার কেঁপে ওঠে ইন্দোনেশিয়া মাটি৷  লম্বক দ্বীপের প্রধান শহর মাতারাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে৷  বিপর্যস্থ শহরের বিদ্যুৎ পরিষেবা ও টেলি যোগাযোগ ব্যবস্থা ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ৷ লম্বকে গত এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার ভূমিকম্প আঘাত হানল৷ গত ২৯ জুলাই সকালে এই  দ্বীপে ৬.৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৭ জন নিহত হয়েছিল৷ এবার প্রাণ হারালেন আরও ৮২ জন৷

এদিন ভূকম্পন অনুভূত হয় বালিতেও। ওয়েস্ট নুসার বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান জানিয়েছেন, বেশিরভাগ ক্ষতিই হয়েছে লম্বকে। প্রথমে মনে করা হয়েছিল, এখানে ৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূকম্পনের জেরে লম্বকের তানজাং শহরের দুর্ঘটগ্রস্ত এলাকা থেকে স্থানীয়দের নিরাপদে ফিরিয়ে আনার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে৷

The post তীব্র ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় প্রাকৃতিক বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement