সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা আইপিএলের মাঝেই টি-টোয়েন্টি ক্রিকেটে (T20 Cricket) বিশ্বরেকর্ড। তবে ভারতের কোটি টাকার ক্রিকেট লিগে নয়। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং পরিসংখ্যানের সেরা রেকর্ডটি তৈরি হয়েছে ইন্দোনেশিয়া (Indonesia) আর মঙ্গোলিয়ার (Mongolia) মহিলার দলের ম্যাচে। যেখানে ইন্দোনেশিয়ার কিশোরী রোমালিয়া রোমালিয়া (Rohmalia Rohmalia) তৈরি করেছেন এমন এক নজির, যা ভাঙা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে।
কী করেছে ইন্দোনেশিয়ার ১৭ বছরের বোলার? মঙ্গোলিয়ার বিরুদ্ধে মাত্র ৩.২ ওভার বল করেছে সে। কোনও ওভারেই রান দেয়নি রোমালিয়া। আর তাতেই তুলে নিয়েছে ৭টি উইকেট। সব মিলিয়ে তার বোলিং পরিসংখ্যানের চেহারা ৩.২-৩-০-৭। যা আজ পর্যন্ত কেউ কখনও করতে পারেনি। তার স্পিন ঘূর্ণিতে মাত্র ২৪ রানে থেমে যায় মঙ্গোলিয়ার ইনিংস।
[আরও পড়ুন: সবুরে মেওয়া ফলে! বিরাটের থেকে নতুন ব্যাট উপহার পেলেন রিঙ্কু]
টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন সেরা বোলিং পরিসংখ্যান ছিল নেদারল্যান্ডসের মহিলা দলের ক্রিকেটার ফ্রেডেরিক ওভারডাইকের। ২০২১ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপের যোগ্যতা অর্জনের ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে তিনি ৭ উইকেট নিয়েছিলেন। কিন্তু চার ওভার হাত ঘুরিয়ে ২ রান দিয়েছিলেন নেদারল্যান্ডসের বোলার। এদিন বালির উদয়ানা ক্রিকেট মাঠে কোনও রান না দিয়েই ৭ উইকেট তুলে নেয় রোমালিয়া।
যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেট তুলে নেওয়ার কৃতিত্ব এর আগে দুজনের রয়েছে। রোমালিয়া ও ওভারডাইক ছাড়াও এই তালিকায় আছেন আর্জেন্টিনা মহিলা দলের সদস্য আলিসন স্টকস ও মালয়েশিয়া পুরুষ দলের সদস্য সাজরুল ইজয়াত ইদরুস। কিন্তু সবার রেকর্ডই গুঁড়িয়ে গেল রোমালিয়ার দাপটের সামনে।