shono
Advertisement

Breaking News

মানুষের ‘সেলফি’ তোলার হিড়িকে বেঘোরে প্রাণ হারাল শিশু ডলফিন

দেখুন কীভাবে মানুষের ‘সেলফি’র ফাঁদে পড়ে ছটফট করে প্রাণ হারাল একরত্তি শিশুটা৷ The post মানুষের ‘সেলফি’ তোলার হিড়িকে বেঘোরে প্রাণ হারাল শিশু ডলফিন appeared first on Sangbad Pratidin.
Posted: 04:28 PM Jan 28, 2017Updated: 10:58 AM Jan 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উর্ধ্বগগনে তুলিয়া ফোন, এমন ওঠে ‘সেলফি’ হিল্লোল৷ বেশিরভাগ মানুষ আজকাল তাতেই দিক-বেদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন৷ কাণ্ডজ্ঞান তো দূরস্থ, মানুষ মান-হুঁশ দুই জলাঞ্জলি দিয়ে বসে থাকে৷ তাই তো জ্বলন্ত বিল্ডিংয়ে আগুন নেভানোর বদলে ‘সেলফি’ তুলতেই বেশি ব্যস্ত থাকে জেন ওয়াই৷ আবার রেল লাইনে ট্রেনের সামনে ‘সেলফি’  তুলতে গিয়ে নিজেরাই বলি হয়ে বসে৷ এই ‘সেলফি’ র টানে কত জন যে বয়ে গিয়েছে স্রোতের টানে তাঁর খোজ মেলা ভার৷

Advertisement

আবারও তুষারধসের কবলে সেনা ছাউনি

মানুষের এই ‘সেলফিশ ‘সেলফি’র সাম্প্রতিকতম বলি ছোট্ট এক শিশু ডলফিন৷ দিশা হারিয়ে ফেলেছিল সে৷ ভাগ্য তার এমনই, ভাসতে ভাসতে চলে এসেছিল আর্জেন্টিনার সৈকতের কাছে৷ পড়ে গিয়েছিল কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষের খপ্পরে৷ ছোট্ট প্রাণীটির প্রাণের থেকে ‘সেলফি’  তোলাটা বেশি প্রয়োজনীয় ছিল তাঁদের কাছে৷ দেখুন কীভাবে মানুষের ‘সেলফি’ র ফাঁদে পড়ে প্রাণ গেল একরত্তি শিশুর৷


আমেরিকায় মুসলিম শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করলেন ট্রাম্প

মৃত্যুর পরও রেহাই পায়নি ছোট্ট ডলফিনটা৷ মানুষের অতিরিক্ত কৌতুহল তখনও সেই মৃতদেহের ছবি তুলতে ব্যস্ত ছিল৷ শেষে সৈকত নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তুলে নিয়ে যায় মৃতদেহটি৷ ততক্ষণে অবশ্য অনেক মানুষই ঐতিহাসিক ‘সেলফি’ তুলে ফেলেছেন৷

সবার চোখের সামনে ব্যক্তিকে গিলে ফেলল অ্যানাকোন্ডা…তারপর?

The post মানুষের ‘সেলফি’ তোলার হিড়িকে বেঘোরে প্রাণ হারাল শিশু ডলফিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement