সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে তদন্ত শুরু হোক মুম্বই হামলার৷ অন্যতম মূলচক্রী হাফিজ সইদের বিরুদ্ধে শুরু হোক মামলা৷ পাকিস্তানকে সাফ এ কথা জানিয়ে দিল ভারত৷
২০০৮ সালের মুম্বই হামলার ভারতীয় সাক্ষীদের বয়ানের জন্য নিজেদের দেশে চেয়েছিল পাকিস্তান৷ সেই মর্মে ভারতের কাছে আবেদনও জানায় তারা৷ কিন্তু পাল্টা উত্তরে সে আবেদন একরকম নাকচ করে ভারত৷ সাক্ষীদের বয়ানের বদলে জানিয়ে দেওয়া, নতুন করে মুম্বই হামলার তদন্ত শুরু করতে হবে৷ বিচার শুরু করতে হবে হাফিজ সইদের৷
নয়া চুক্তিতে ১২টি মাইন বিধ্বংসী জাহাজ আসছে ভারতের হাতে
এর আগেই মুম্বই হামলার চক্রী হিসেবে হাফিজ সইদের বিরুদ্ধে একাধিক প্রমাণ দাখিল করেছে ভারত৷ যদিও তা নিয়ে কোনওরকম সদর্থক পদক্ষেপ করতে দেখা যায়নি পাকিস্তানকে৷ এ নিয়ে দীর্ঘদিন আন্তর্জাতিক মহলে ক্ষোভ জানিয়েছে ভারত৷ হাফিজ সইদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি জানালেও তা নাকচ হয়েছে৷ যদিও মার্কিন মসনদে ট্রাম্প আসার পরই খানিকটা সুর নরম করেছে পাকিস্তান৷ মার্কিন কোপে যাতে না পড়তে হয়, সে কারণে গৃহবন্দি করা হয়েছে সইদকে৷ কিন্তু এতেই যে চিড়ে ভিজবে না তা সাফ জানিয়ে দেওয়া হল ভারতের পক্ষে৷ ভারতীয় সাক্ষীদের পাকিস্তান নিজেদের দেশে চাইলে সরাসরি তা না করে দেওয়া হয়৷ বরং জানানো হয়, যে তথ্যপ্রমাণ সইদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, তার ভিত্তিতে নতুন করে বিচার শুরু হোক৷ পুরো হামলার ফের তদন্তও হোক৷
নাম না করেই অমর্ত্য সেনের সমালোচনার জবাব মোদির
যদিও পাকিস্তানের তরফে জানানো হয়েছে, সঠিক প্রমাণের অভাবেই সইদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি৷ একই যুক্তি আর এক অভিযুক্ত জাকিউর রহমান লকভির ক্ষেত্রেও৷ প্রমাণের অভাবেই লকভি জামিনে মুক্ত বলে জানানো হয়েছে৷ তবে উল্লেখযোগ্যভাবে এদিন পাকিস্তানের তরফে জানানো হয়েছে, তদন্তে সদিচ্ছার কোনও অভাব নেই সে দেশের৷
The post ফের তদন্ত হোক মুম্বই হামলার, পাকিস্তানকে সাফ জানাল ভারত appeared first on Sangbad Pratidin.