shono
Advertisement
Kolkata-London

বছর শেষে কলকাতা-লন্ডন ননস্টপ উড়ান! দেড় দশক পর উজ্জ্বল সম্ভাবনা

কলকাতা-লন্ডন বিমান পরিষেবায় আগ্রহী এয়ার ইন্ডিয়া।
Posted: 04:04 PM Apr 09, 2024Updated: 04:06 PM Apr 09, 2024

স্টাফ রিপোর্টার : ফের চালু হচ্ছে কলকাতা-লন্ডন নন-স্টপ উড়ান! ১৫ বছর পর! এমনই আশা জাগিয়েছে ‘এয়ার ইন্ডিয়া’।  বাংলার পর্যটন মানচিত্রকে আরও আকর্ষণীয় করতে ‘ট্রাভেল এজেন্ট অ‌্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (টিএএআই) ও ‘ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (টিএএফআই)-এর সঙ্গে বৈঠকে বসেছিল নবান্ন। সেখানেই ইউরোপ-কলকাতা সরাসরি উড়ান নিয়ে কথা হয়। যেখানে রাজ‌্য সরকারের থেকে জানানো হয়, দেশের অনেক শহরের সঙ্গে লন্ডন-সহ ইউরোপের অনেক দেশের সরাসরি উড়ান রয়েছে। কিন্তু কলকাতার সঙ্গে নেই। এই কারনেই বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও রাজ্যের পর্যটন মার খাচ্ছে। 

Advertisement

ওই বৈঠকেই দুই সংস্থার তরফে জানানো হয়, এয়ার ইন্ডিয়া কলকাতা-লন্ডন সরাসরি উড়ান চালু করতে আগ্রহী। শীঘ্রই সিদ্ধান্ত চূড়ান্ত করতে সমীক্ষা শুরু হবে। এরপরেই বিভিন্ন ভ্রমণ সংস্থার তরফে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। এক বেসরকারি ভ্রমণ সংস্থার ম‌্যানেজিং ডিরেক্টর মনোজ শরাফ বিষয়টি নিয়ে এক্স হ‌্যান্ডেলে জানান, সুখবর! বছর শেষে কলকাতা-লন্ডন উড়ান চালু হওয়ার আশা তৈরি হয়েছে।

 

[আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের কুফল থেকে বাঁচার অধিকার সকলের, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের]

একটা সময় কলকাতা এবং ইউরোপের একাধিক শহরে এয়ার ইন্ডিয়া, ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা সরাসরি বিমান পরিষেবা দিত। কিন্তু আস্তে আস্তে সবাই পরিষেবা গুটিয়ে নেয়। দমদমের নেতাজি সুভাষ বিমানবন্দর থেকে লন্ডনে শেষ বিমান উড়েছে দেড় দশক আগে। ‘অপারেটিং কস্ট’ বেড়ে যাওয়ার কারণেই একের পর এক ইউরোপমুখী উড়ানে কোপ পড়ে। এই যুক্তি অবশ্য মানছেন না রাজ্যের পর্যটন কর্তাদের একাংশ। তাঁদের পর্যবেক্ষণ, এমিরেটস, ইত্তিহাদ, কাতার এয়ারওয়েজের মতো মধ‌্যপ্রাচ্যের বিমান সংস্থাগুলি কলকাতা থেকে মধ্যপ্রাচ্যের নানা শহরে নিয়মিত উড়ান চালায়। প্রতিটি উড়ানই হাউজফুল থাকে। তাহলে ইউরোপ বাদ যাচ্ছে কেন?

 

[আরও পড়ুন: শরিকদের চাপে সুর নরম কংগ্রেসের! নির্বাচনের ১০ দিন আগে অবশেষে চূড়ান্ত মহারাষ্ট্রের আসনরফা]

এই যুক্তি সামনে রেখেই ইউরোপে সরাসরি উড়ান চালুর জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে দরবার করেছে টিএএআই, টিএএফআই ও নবান্ন। যার জেরে এয়ার ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে, চলতি বছরের শেষ দিকে কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান চালু করার। তবে না আঁচালে বিশ্বাস নেই। লিখিত কোনও আশ্বাস এখনও মেলেনি এয়ার ইন্ডিয়ার তরফে। জানা গিয়েছে, আগে ‘এয়ার ইন্ডিয়া’ সমীক্ষা চালাবে। তারপর সিদ্ধান্ত চূড়ান্ত করবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘ট্রাভেল এজেন্ট অ‌্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (টিএএআই) ও ‘ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (টিএএফআই)-এর সঙ্গে বৈঠকে বসেছিল নবান্ন।
  • জানা গিয়েছে, আগে ‘এয়ার ইন্ডিয়া’ সমীক্ষা চালাবে। তারপর সিদ্ধান্ত চূড়ান্ত করবে।
Advertisement