shono
Advertisement

অমানবিক! সোদপুরে প্রায় এক ঘণ্টা পড়ে রইলেন ট্রেনের ধাক্কায় জখম প্রৌঢ়, মৃত্যু রেললাইনেই

অভিযোগ, খবর পেয়েও দেরিতে আসে রেল পুলিশ।
Posted: 12:27 PM Jan 06, 2022Updated: 12:41 PM Jan 06, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় পেরিয়ে যাচ্ছে। দ্রুত পৌঁছতে হবে যজমানের বাড়ি। তাই সাইকেল নিয়ে কোনও মতে রেল গেট পেরিয়ে যেতে চেয়েছিলেন পুরোহিত। কিন্তু এই তাড়াহুড়োয় তাঁর প্রাণটাই যে অকালে চলে যাবে, তা কি আর আগে কেউ ভেবেছিলেন! সোদপুরের ৮ নম্বর রেলগেট পেরনোর সময় শান্তিপুর লোকালের ধাক্কায় ছিটকে পড়লেন তিনি। তখনও শরীরে প্রাণ ছিল। হয়তো বা প্রাণে বেঁচেও যেতেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, সময়মতো পৌঁছয়নি রেল পুলিশ। আর রেলের এলাকা হওয়ায় গুরুতর জখম ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যেতে পারেনি খড়দহ থানার পুলিশও। ফলে বৃহস্পতিবার সকালে সোদপুর স্টেশনে রেললাইনেই মৃত্যু হল ওই পুরোহিতের।

Advertisement

মৃতের নাম উৎপল চক্রবর্তী। পেশায় পুরোহিত। বিভিন্ন মন্দির ও আশপাশের বাড়িতে নিত্যপুজো করে দিন চলত তাঁর। এদিনও যজমানের বাড়ি পুজো সারতে বেরিয়েছিলেন তিনি। সোদপুর স্টেশন পেরনোর আগেই রেল গেট পড়ে গিয়েছিল। রেল গেট ওঠার অপেক্ষা করলে অনেকটা সময় লাগত। তাই ট্রেন আসতে দেখেও পার হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু রেললাইন পার করতে পারেননি উৎপলবাবু। শান্তিপুর লোকালের ধাক্কায় ছিটকে পড়েন উৎপলবাবু।

[আরও পড়ুন: কোভিড আক্রান্ত রাজ্য স্বাস্থ্যদপ্তরের দুই শীর্ষ অধিকর্তা, সংক্রমিত জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টরও]

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনে ছিটকে পড়ার পরও জীবিত ছিলেন উৎপলবাবু। গুরুতর চোট পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়েও রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে বলে অভিযোগ। এদিকে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু দুর্ঘটনাস্থল যেহেতু রেল পুলিশের আওতাধীন, তাই নিয়ম মেনে দেহ উদ্ধার করতে পারেনি তারা। রেল পুলিশ এসে পৌঁছলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয় বলে অভিযোগ।

এদিকে রেললাইনে প্রায় ১ ঘণ্টা পড়েছিলেন জখম উৎপলবাবু। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই তাঁর মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রেল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকাবাসী।

[আরও পড়ুন: রাজ্যের কলেজগুলিতে অশিক্ষক কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় বদল, দ্রুতই চালু হবে নয়া নিয়ম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার