সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোলকিপার নিক মার্সম্যানের চুক্তি বাতিল করল ইন্টার মায়ামি (Inter Miami)। লিওনেল মেসির (Lionel Messi) মতো মহাতারকাকে সই করানোর জন্য যথেষ্ট তৈরি নয় মেজর লিগ সকারের ক্লাবটি। আর্জেন্টাইন মহাতারকা সই করার আগে কথাগুলো বলেছিলেন মার্সম্যান। তার জেরে ডাচ গোলকিপারের সঙ্গে চুক্তি বাতিল করল ইন্টার মায়ামি।
প্যারিস সাঁ জাঁ থেকে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই নজর কেড়েছেন মেসি। গোলের পর গোল করে চলেছেন তিনি। কিন্তু মার্সম্যান যখন মেসি সম্পর্কে মন্তব্য করেছিলেন, তখনও আর্জেন্টাইন মহাতারকা যোগ দেননি ইন্টার মায়ামিতে। মার্সম্যান সেই সময়ে বলেছিলেন, ”আমার ব্যক্তিগত ভাবে মনে হয়, মেসির আগমনের জন্য যথেষ্ট তৈরি নয় ইন্টার মায়ামি।”
[আরও পড়ুন: Durand Cup 2023: ডার্বি নিয়ে বড় ঘোষণা আয়োজকদের, কবে থেকে শুরু টিকিট বিক্রি?]
মেসির আগমনে ইন্টার মায়ামির গ্যালারিতে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। তবুও মার্সম্যান আসল ছবিটা তুলে ধরে বলেন, ”আমাদের স্টেডিয়াম অস্থায়ী। মানুষ হেঁটে এসে মাঠে প্রবেশ করতে পারেন। কোনও প্রবেশদ্বারই নেই। কোনও রকম নিরাপত্তা ছাড়াই স্টেডিয়াম আমরা ছাড়তে পারি। আমার মনে হয় মেসির জন্য যথেষ্ট তৈরি নয় ক্লাব।”
তখনও অবশ্য মেসি সরকারি ভাবে যোগ দেননি ইন্টার মায়ামিতে। মার্সম্যানের এহেন মন্তব্যের জন্য যে তাঁর চুক্তি বাতিল করা হবে, তা মনে হয় জানতেনই না মার্সম্যান। ইন্টার মায়ামি চুক্তি বাতিল করার পরে মার্সম্যানের কোনও মন্তব্য অবশ্য পাওয়া যায়নি।
২০২১ সালে মার্সম্যান যোগ দিয়েছিলেন ইন্টার মায়ামিতে। ইন্টার মায়ামির হয়ে ২৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিষাক্ত মাকড়সার দংশনে হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছিল মার্সম্যানকে।