shono
Advertisement

লকডাউনে সাইকেলে বিহার থেকে ফিরে উত্তরপাড়ায় ব্যাংক ডাকাতির ছক! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মূলচক্রীর থেকে পাওয়া তথ্যে হতবাক তদন্তকারীরা। The post লকডাউনে সাইকেলে বিহার থেকে ফিরে উত্তরপাড়ায় ব্যাংক ডাকাতির ছক! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য appeared first on Sangbad Pratidin.
Posted: 01:59 PM Jun 07, 2020Updated: 02:11 PM Jun 07, 2020

দিব্যেন্দু মজুমদার, হুগলি: উত্তরপাড়া ব্যাংক ডাকাতির মূলচক্রীকে জেরা করে যে তথ্য তদন্তকারীরা পেয়েছেন, তাতে রীতিমতো হতবাক তাঁরা। জানা গিয়েছে, লকডাউনে সাইকেলে করে বিহার থেকে বাংলায় প্রবেশ করেছিল ডাকাতির মূল প্রীতম। এরপরই জুটিয়ে ফেলে সঙ্গীদের। ছক কষে ডাকাতির। সেই পরিকল্পনা অনুযায়ীই শুক্রবার উত্তরপাড়ায় চালায় অপারেশন। তবে কী ডাকাতির পরিকল্পনা করেই এই সময়ে ঘরে ফেরার সিদ্ধান্ত? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

Advertisement

ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে। এদিনই উত্তরপাড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুঠ করে দুষ্কৃতীরা। খবর পেয়েই তদন্ত নামে পুলিশ। ব্যাংকের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত-সহ ৪জনকে গ্রেপ্তার করা হয়। তোলা হয় আদালতে। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, আদতে চুঁচড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা প্রীতম ঘোষ দীর্ঘদিন আগে ওড়িশার পেট্রোল পাম্পের ডাকাতির ঘটনায় জড়িয়েছিল। জেল হেফাজতে ছিল সে। এরপর জেল থেকে পালিয়ে আশ্রয় নেয় বিহারে। সেখানে দিব্যি চলচিল। এই লকডাউনে বাংলায় ফেরার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু গণপরিবহরণ তো বন্ধ। কী উপায়?

[আরও পড়ুন: এখনও অন্ধকারে দক্ষিণ ২৪ পরগনার বহু গ্রাম, জয়নগরে আক্রান্ত বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার]

জানা গিয়েছে, বহু পরিযায়ী যেভাবে পরিজনদের কাছে ফিরতে সাইকেলকেই বেছে নিয়েছিলেন, ঠিক ওভাবেই সাইকেলে বিহার থেকে সাইকেলে বাংলার উদ্দেশ্যে রওনা হয় প্রীতম। দীর্ঘ পথ অতিক্রম করে বাংলায় পৌঁছে জুটিয়ে ফেলে সঙ্গীসাথী। এরপরই শুরু ছক কষা। সবকিছু বন্দোবস্ত করে শুক্রবারই চালায় অপারেশন! পুলিশ সূত্রে খবর, প্রীতমের বিষয় অনেকটা স্পষ্ট হলেও এখনও ঘটনার সঙ্গে জড়িত বাকিদের কোনও তথ্য মেলেনি। ধৃত ৪ জন ছাড়া আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় তদন্তকারীরা। 

[আরও পড়ুন: ট্রাকের চাকায় পিষে মৃত্যু সাইকেল আরোহীর, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে উত্তাল দত্তপুকুর]

The post লকডাউনে সাইকেলে বিহার থেকে ফিরে উত্তরপাড়ায় ব্যাংক ডাকাতির ছক! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার