সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচুর দাম। বিশাল নাম। আজ ‘স্টেটাস সিম্বল’ স্মার্টফোন। তবে প্রায় প্রত্যেকের পকেটে থাকা এই জিনিসটি ক্রমশ হয়ে উঠছে বিপজ্জনক। একের পর এক ব্যাটারি বিস্ফোরণে শিরোনামে জায়গা করেছিল Samsung Galaxy Note 7। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলল আরেকটি ঘটনা। এবার বিস্ফোরণ iPhone 7 plus-এর ব্যাটারিতে।
গত বুধবার, আমেরিকার ব্রিয়ানা অলিভাস নামের এক তরুণী টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, একটি iPhone গলে গিয়ে বেরিয়ে আসছে ধোঁয়া। পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। তারপরই অ্যাপল থেকে যোগাযোগ করা হয় ওই তরুণীটির সঙ্গে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটির আধিকারিকরা।
কেন্দ্রের নির্দেশকে অমান্য করে বেশি দামে স্টেন্ট বিক্রির অভিযোগ
প্রায় হাতছাড়া কাশ্মীর, বিতর্কিত মন্তব্য চিদাম্বরমের
বন্যাত্রাণ তহবিল থেকে কোহলিকে টাকা, বিতর্কে উত্তরাখণ্ড সরকার
The post আচমকা বিস্ফোরণ iPhone 7 plus-এর ব্যাটারিতে, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.