shono
Advertisement

আইপিএল এলিমিনেটরে ফর্মের বিচারে এগিয়ে সানরাইজার্স! বিরাটকে ট্রফি উপহার দিতে চায় RCB

ফর্মে না থাকলেও ম্যাচ উইনারের সংখ্যা বেশি আরসিবিতেই।
Posted: 12:49 PM Nov 06, 2020Updated: 07:02 PM Nov 06, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাঁর ক্রিকেট ক্যাবিনেটে প্রতিটা ট্রফিই আছে। অধরা শুধু একটা, আইপিএল! বছরের পর বছর চেষ্টা করেও আইপিএল (IPL 2020) নামক শৃঙ্গ জয় করতে পারেননি তিনি। তাই তো বিরাট কোহলির বত্রিশতম জন্মদিনে এবিরা একপ্রকার শপথ করে বসলেন আরসিবি (RCB) অধিনায়ককে উপহার হিসাবে আইপিএল ট্রফিটা দেবেন তাঁরা।

Advertisement

আজ আইপিএল এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি হচ্ছে আরসিবি। মরণবাঁচন নকআউট ম্যাচে নামার আগে এবি ডি’ভিলিয়ার্স জানিয়ে দিলেন আরসিবি অধিনায়কের আইপিএল জয়ের স্বপ্নপূরণ করার জন্য সর্বস্ব দেবেন তাঁরা। এবি বললেন, “বিরাট তোমায় জন্মদিনের অনেক শুভেচ্ছা। কথা দিচ্ছি তোমায় উপহার হিসাবে আমরা আইপিএল ট্রফিটাই দেব। শুক্রবারের ম্যাচে আমরা সবাই নিজেদের সর্বস্ব দেব।” শুধু এবি নন। বিরাটের (Virat Kohli) আর এক প্রাক্তন সৈনিক ক্রিস গেইলও টুইট করে বললেন, “জন্মদিনের অনেক শুভেচ্ছা কিংবদন্তি। আশা করছি আইপিএল ট্রফিটা সঙ্গে করে নিয়েই তুমি ঘরে ফিরবে।” ঠিক গেইলের মতো আরসিবির আরও এক অ্যালামনি যুবরাজ সিং আবার টুইট করলেন, “প্লে-অফের জন্য অল দ্য বেস্ট বিরাট। আশা করছি আরসিবি দারুণ পারফরম্যান্স উপহার দেবে।”

[আরও পড়ুন: বুম বুম বুহরাহ, দিল্লিকে হেলায় হারিয়ে ফের আইপিএল ফাইনালে রোহিতের মুম্বই]

সাম্প্রতিক ফর্মের নিরিখে আজ আবু ধাবিতে সানরাইজার্স হায়দরাবাদের পাশেই ফেভারিটের তকমা বসানো হয়েছে। শেষ কয়েক ম্যাচে নিখুঁত ক্রিকেট উপহার দিয়েছে হায়দরাবাদ। দু’দলের শেষ সাক্ষাতে আরসিবির
বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় পায় সানরাইজার্স। তার উপর আবার বিধ্বংসী ফর্মে আছেন ঋদ্ধিমান সাহা। লিগ পর্বের শেষ ল্যাপে হায়দরাবাদের এক্স ফ্যাক্টর কিন্তু সেই ঋদ্ধিমানই! হায়দরাবাদ ছন্দে আছে ঠিকই। তবে
বিশেষজ্ঞদের দাবি আরসিবিতে ম্যাচ উইনারের সংখ্যা বেশি। ব্যাটিং লাইন আপে যেমন আছেন বিরাট কোহলি বা এবি ডে’ভিলিয়ার্সের মতো নক্ষত্ররা। আবার যুজবেন্দ্র চাহালের মতো বোলার আছেন। যিনি এ
বারের আইপিএলের অন্যতম সেরা পারফর্মার। আইপিএল এলিমিনেটর মানেই এমন একটা ম্যাচ যা বছরের পর বছর ক্রিকেট ভক্তদের জন্য শুধু চমক বরাদ্দ রেখেছে। এলিমিনিটরের আর এক অধ্যায়ে আজ কী হবে এখন সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement