shono
Advertisement

কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, আইপিএলের প্লে-অফের ম্যাচ পাচ্ছে ইডেন!

আইপিএলের ফাইনাল হতে পারে জয় শাহর শহর আহমেদাবাদে।
Posted: 08:44 PM Mar 29, 2022Updated: 08:51 PM Mar 29, 2022

আলাপন সাহা: দু’বছরের হা হুতাশ এবার মেটার পালা! অবশেষে আইপিএলের ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স। তাও কোনও আতিপাতি ম্যাচ নয়, একেবারে জোড়া প্লে-অফের ম্যাচ হতে পারে ক্রিকেটের নন্দন কাননে। এমনটাই খবর বিসিসিআই সূত্রে।

Advertisement

করোনা পরিস্থিতিতে জৈব বলয়ের ঝক্কি এড়াতে এবছরের আইপিএলের গোটা গ্রুপ পর্ব মহারাষ্ট্রেই করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডিওয়াই পাটিল এবং ওয়াংখেড়ের পাশাপাশি পুণেতেও আইপিএলের কয়েকটি ম্যাচ হচ্ছে। আসলে দেশের বিভিন্ন প্রান্তে খেলা হলে ক্রিকেটারদের প্রচুর যাতায়াত করতে হয়। তাতে জৈব বলয় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই একটা রাজ্যেই গ্রুপ পর্বের সব ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

তবে সব ঠিক থাকলে গ্রুপ পর্বের শেষেই মহারাষ্ট্র পর্ব সাঙ্গ করতে চলেছে বিসিসিআই। আইপিএলের প্লে-অফের আয়োজন হতে চলেছে দুটি শহরে। এক বোর্ড সভাপতির নিজের শহর কলকাতা, দুই বোর্ড সচিবের হোম-টাউন আহমেদাবাদ। এখনও পর্যন্ত যা খবর, তাতে মেগা টুর্নামেন্টের একটি কোয়ালিফায়ার ম্যাচ পাচ্ছে ইডেন গার্ডেন্স। সেই সঙ্গে পাচ্ছে একটি এলিমিনেটর। আর আহমেদাবাদ পাচ্ছে ফাইনাল এবং একটি কোয়ালিফায়ার। যদিও কোনও সিদ্ধান্তেই এখনও সরকারি সিলমোহর পড়েনি। সবটাই আলোচনার স্তরে। সবটাই নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপরে। যদি কোভিড পরিস্থিতির কোনও অবনতি না হয়, তাহলে এটাই মোটামুটি চূড়ান্ত।

অর্থাৎ, শেষ মুহূর্তে জোড়া প্লে-অফের ম্যাচ পেয়ে যাবে ইডেন গার্ডেন্স। যদিও কলকাতায় ম্যাচ হলেও কত দর্শক থাকবেন বা সাধারণ দর্শক খেলা দেখার সুযোগ পাবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ম্যাচ পেয়েছিল ইডেন। যার শেষ ম্যাচে দর্শক প্রবেশের অনুমতিও দেওয়া হয়েছিল। যদিও সেটা সীমিত সংখ্যক। যা টিকিট ছাড়া হয়েছিল, সেটাও সাধারণ দর্শকরা পাননি। ইডেন ম্যাচ পেলে অবশ্য সেসময় পরিস্থিতি কী হচ্ছে, তার উপর নির্ভর করছে সাধারণ মানুষ খেলা দেখতে পাবেন কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার