সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2022) ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও গত মরশুমে রোহিত শর্মারা সাফল্য পাননি। নিজেদের কোর দল ধরে রেখে এবার একাধিক তরুণ তারকাকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্লু আর্মি। কিন্তু আগের মতো চ্যাম্পিয়ন দল কি গড়তে পারল মুম্বই? চলুন টুর্নামেন্ট শুরুর আগে জেনে নেওয়া যাক কেমন হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সম্ভাব্য প্রথম একাদশ। দলের শক্তি কিংবা দুর্বলতাই বা কী? আতসকাচের নিচে রাখা যাক দলকে।
প্রথমেই নজর রাখা যাক এবারের আইপিএলের গোটা দলের দিকে:
রোহিত শর্মা (অধিনায়ক), জশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, ঈশান কিষান, ডেওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকাট, ময়ঙ্ক মর্কন্ডে, তিলক ভার্মা, সঞ্জয় যাদব, হোফ্রা আর্চার, ডানিয়েল সামস, টইমাল মিলস, টিম ডেভিস, রিলে মেরেডিথ, আরশাদ খান, আনমোলপ্রীত সিং, রমনপ্রীত সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেণ্ডুলকর, আরিয়ান জুয়াল, ফ্যাবিয়ান অ্যালেন
[আরও পড়ুন: IPL 2022: আইপিএলের প্রথম পাঁচ ম্যাচে থাকছেন না দুই বিদেশি তারকা, বড় ধাক্কা খেল KKR]
দলের শক্তি:
মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় শক্তি হল দলের কোর টিম তারা ধরে রাখতে পেরেছে। এই দলে একাধিক চ্যাম্পিয়ন তারকা রয়েছেন। রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব এবং টপ-অর্ডার ব্যাটাররাও মুম্বইয়ের বড় শক্তি হতে পারে। রোহিতদের আরও একটা সুবিধা হল টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ তাঁরা খেলতে পারছে মুম্বইয়েই।
দলের দুর্বলতা:
পাঁচ বারের চ্যাম্পিয়নরা এবার নিলামের আগেই হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, ট্রেন্ট বোল্টদের মতো তারকাকে হারিয়েছে। সে তুলনায় বড় নাম এবার কিনতে পারেনি মুম্বই। হোফ্রা আর্চারকে কিনতে মোটা টাকা খরচ করতে হয়েছে তাঁদের। কিন্তু হোফ্রা এই মরশুমে খেলবেন না। ফলে দলের বোলিং বিভাগে চাপ বেড়ে গিয়েছে। মুম্বইয়ের স্পিন বিভাগ বরাবরই দুর্বল। এবারেও স্পিন বিভাগে তেমন বড় নাম নেই মুম্বইয়ের।
[আরও পড়ুন: ‘বোকা বোকা নিয়ম’, আইপিএলের আগে বোর্ডের বিশেষ আইনকে কটাক্ষ রবি শাস্ত্রীর]
নজর কাড়তে পারেন যাঁরা:
এবারের আইপিএলে সবচেয়ে বেশি নজর থাকবে রেকর্ড অঙ্কে মুম্বইয়ে সই করা ঈশান কিষানের দিকে। অধিনায়ক রোহিত নিজেও খুব একটা ভাল ফর্মে নেই। তিনিও চাইবেন ব্যাট হাতে রান পেতে। তাছাড়া সূর্যকুমার যাদবের উপরও নজর থাকবে ভারতের ক্রিকেট মহলের।
সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিস, কাইরন পোলার্ড, ড্যানিয়েল সামস, টাইমল মিলস, জশপ্রীত বুমরাহ, জয়দেব উনাদকাট, ময়ঙ্ক মর্কন্ডে/ মুরুগান অশ্বিন