সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। একে চলতি আইপিএলে জয়ের মুখ দেখেনি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। তার উপরে আবার একের পর এক জরিমানার মুখে পড়তে হচ্ছে রোহিতকে। এমনকী, আগামীদিনে ফের ‘ভুল’ করলে এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে মুম্বই অধিনায়ককে।
কী ‘ভুল’? আসলে চলতি মরশুমে মুম্বই শুধু সবকটি ম্যাচ হারেইনি, সেই সঙ্গে দু’টি ম্যাচে নির্ধারিত ওভার রেটও বজায় রাখতে পারেনি। যার শাস্তি হিসাবে মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে রোহিতকে। বুধবার রাতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচেও নির্ধারিত সময়ে নিজেদের ওভার শেষ করতে পারেনি মুম্বই। যার জেরে অধিনায়ক রোহিত শর্মার ২৪ লক্ষ টাকা জরিমানা করেছে আইপিএল (IPL 2022) কর্তৃপক্ষ। রোহিত একা নন, জরিমানা গুনতে হচ্ছে টিমের অন্যান্য সদস্যদেরও। অধিনায়ক বাদে বাকিদের ম্যাচ ফি’র ২৫ শতাংশ বা ৬ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।
[আরও পড়ুন: IPL 2022: ধাওয়ান-স্মিথ ধামাকায় উজ্জ্বল পাঞ্জাব, টানা ৫ ম্যাচে পরাস্ত পাঁচপারের চ্যাম্পিয়ন মুম্বই]
এই মরশুমে এটাই রোহিতদের প্রথম ‘অপরাধ’ নয়। এর আগে দিল্লির (Delhi Capitals) বিরুদ্ধেও সময়মতো নিজেদের ওভার শেষ করতে পারেনি মুম্বই। সেবারেও রোহিতকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। আইপিএলের নিয়ম বলছে, মুম্বই ইন্ডিয়ান্স যদি ফের একই ভুল করে, তাহলে তাঁকে ৩০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। শুধু তাই নয়, এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা জারি করা হবে মুম্বই অধিনায়কের উপর।
[আরও পড়ুন: শেষ মুহূর্তে ফিল্ডিং চেঞ্জ, বিরাটকে প্যাভিলিয়নে ফেরানোর নেপথ্যে ফের মাহি ম্যাজিক]
আসলে রোহিতের সবচেয়ে বড় সমস্যা হল, মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বোলিং লাইন-আপে একজন মাত্র স্পিনার রয়েছেন। তিনি মুরুগন অশ্বিন। বাকি চারজনই পেস বোলার। অর্থাৎ ইনিংসের ১৬ ওভার পেসারদের দিয়ে বল করাতে হয় তাঁকে। তাছাড়া চলতি মরশুমে ইউনিট হিসাবে একেবারেই ভাল বল করছে না মুম্বই। সেটাও স্লো ওভাররেটের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে।