shono
Advertisement

IPL 2022: ‘ঠিক করেছিলাম ওদের পঞ্চম বোলারকে টার্গেট করব’, বললেন নাইটদের হারানোর কারিগর শাহবাজ

শাহবাজ আহমেদের ২৭ রানের দরকারি ইনিংস আরসিবি-র জয় নিশ্চিত করে।
Posted: 09:11 AM Mar 31, 2022Updated: 10:53 AM Mar 31, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার রাতে আরসিবির (RCB) কেকেআরকে (KKR) হারানোর পর সোশ‌্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করলেন বাংলা ক্রিকেটপ্রেমীরা। এটা তো শুধু বিরাট কোহলির (Virat Kohli) টিম কেকেআরকে হারাল তা নয়। একইসঙ্গে বঙ্গ ক্রিকেটারদের বঞ্চনার জবাবটাও পেয়ে গেল শাহরুখ খানের টিম।

Advertisement

বাংলা ক্রিকেটারদের বঞ্চিত করা হবে, এটাই এখন কেকেআরের রীতি হয়ে গিয়েছে। বেশ কয়েকবছর ধরেই তা চলে আসছে। নিলামে একটা রিঙ্কু সিংকে নিতে পারে কেকেআর টিম ম‌্যানেজমেন্ট। কিন্তু বাংলার কাউকে তাঁদের চোখে পড়ে না। বঙ্গ ক্রিকেটের সঙ্গে যুক্ত কেউ কেউ তাই বলছিলেন, এদিন জবাবটা পেয়ে গেল কেকেআর। জবাবটা দিলের বাংলারই দুই ক্রিকেটার। 

[আরও পড়ুন: ওয়ার্নের নামে স্ট্যান্ড, জাতীয় সংগীত ব্র্যাডম্যান-পৌত্রীর, আবেগের গান স্যালুটে চিরবিদায়ে স্পিন সম্রাট]

প্রথমে আকাশদীপের বল হাতে তিনটে উইকেট। শুরুতেই ভেঙ্কটেশ আইয়ার আর নীতিশ রানাকে ফিরিয়ে কেকেআর ব‌্যাটিংয়ের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া। তারপর শাহবাজ আহমেদের গুরুত্বপূর্ণ সময়ে ২৭ রানের প্রচণ্ড দরকারি একটা ইনিংস। সেটাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয় একপ্রকার নিশ্চিত করে দিয়ে যায়। ম‌্যাচের পর শাহবাজ বলছিলেন, ‘‘আমার ম‌্যাচটা শেষ করে আসা উচিত ছিল। এই ব‌্যাপারগুলো আমাকে শিখতে হবে।’’ শাহবাজ যখন আউট হন, তখনও আরসিবি জয়ের থেকে কিছুটা দূরে। তিনি ম্যাচ শেষ না করে এলেও জিততে সমস্যা হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্সের। 

এদিন দীনেশ কার্তিকের আগে শাহবাজকে ব‌্যাটিংয়ে পাঠায় আরসিবি। বঙ্গ অলরাউন্ডার বলছিলেন, ‘‘ঠিক করেছিলাম, ওদের ফিফথ বোলারকে (রাসেল-ভেঙ্কটেশ) টার্গেট করব। ম‌্যাচটা শেষ অবধি নিয়ে যাওয়াই আমাদের লক্ষ‌্য ছিল। শুরুতে যখন পরপর উইকেট গেল, তখন আমরা শুধু একটা কথাই আলোচনা করেছি-পার্টনারশিপ করতে হবে।’’

উল্টোদিকে হারের সঙ্গে সঙ্গে কেকেআরের অস্বস্তি বাড়ল রাসেলকে নিয়ে। ফিটনেস নিয়ে সমস‌্যাটা রয়েই গিয়েছে। শেষ ওভারে বোলিং করতে গিয়ে যেভাবে পড়ে গেলেন, তাতে চিন্তা যে বাড়ল, সেটা বলাই যায়।

[আরও পড়ুন: IPL 2022: ব্যাটিং বিপর্যয়, অনুশাসনের অভাব! লড়াই করেও আরসিবির কাছে হার নাইটদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement