shono
Advertisement

আইপিএলে মোহনবাগান রং! ২০ মে’র ইডেনে সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামবে লখনউ

মাস্টারস্ট্রোক লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার।
Posted: 10:33 AM May 13, 2023Updated: 10:33 AM May 13, 2023

স্টাফ রিপোর্টার: আগামী ২০ মে’র ইডেনে মাঠে কেকেআরের শেষ ম‌্যাচ দেখতে গেলে মাঠের দিকে খেয়াল রাখবেন। কোন দিকে? লখনউ সুপার জায়ান্টস টিমের জার্সির দিকে। নাহ্, চিরপরিচিত আইপিএল জার্সি পরে সেদিন মাঠে নামবে না লখনউ। আগামী শনিবার ইডেনে লখনউ নামবে সবুজ-মেরুন জার্সি পরে!

Advertisement

না, চমক নয়। চমক একে বলে না। একে বলে মাস্টারস্ট্রোক! যা দিয়ে রাখলেন লখনউ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কা। যিনি আবার মোহনবাগান ফুটবল ক্লাবের চেয়ারম‌্যানও। কিছু দিন আগে পৃথিবীজোড়া সবুজ-মেরুন সমর্থকদের মনের কথা শুনে মোহনবাগান (Mohun Bagan) নামের আগে থেকে এটিকে সরিয়ে দিয়েছিলেন যিনি। যার পর থেকে সবুজ-মেরুন জনতার হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। আর তাঁর এবারের ‘মাস্টারস্ট্রোক’ যে ইডেন জনতার মধ‌্যেও উদ্বেল আবেগ সৃষ্টি করবে, তা বলাই বাহুল‌্য।

[আরও পড়ুন: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মোকা’, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা]

২০ মে শহরে শেষ আইপিএল (IPL 2023) ম‌্যাচ। কেকেআরের (KKR) আইপিএল প্লে অফ সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেলেও লখনউয়ের প্লে অফ যাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। এমনিতেই কেকেআর বনাম লখনউ ম‌্যাচের একটা স্বতন্ত্র মাহাত্ম‌্য রয়েছে। কারণ লখনউ মেন্টরের নাম গৌতম গম্ভীর। সেই গম্ভীর, যিনি কিনা অধিনায়ক হিসেবে দু’টো আইপিএল ট্রফি দিয়েছিলেন কেকেআরকে। নাইট শিবির তাঁর এতটাই হৃদয়ের কাছাকাছি হয়ে গিয়েছিল যে, এই শহরে ফ্ল‌্যাট পর্যন্ত কিনতে চেয়েছিলেন। কিন্তু কেকেআর আর রাখেনি গম্ভীরকে। মেন্টর হিসেবেও ভাবেনি। যা ভেবেছে লখনউ। এবং সাফল‌্যও পেয়েছে।

ধারে-ভারে, মগজাস্ত্রের যুদ্ধে কেকেআরের চেয়ে এগিয়ে লখনউ। তার মধ‌্যে সবুজ-মেরুন জার্সিতে ইডেনে লখনউ (LSG) টিম নামিয়ে জনসমর্থনের ম‌্যাচটাও যে অনেকাংশে জিতে যাবেন সঞ্জীব গোয়েঙ্কা, তা অনেকেই মনে করছেন। কেকেআরের সঙ্গে শহরের আত্মিক যোগাযোগ এমনিই বিশেষ নেই। চলতি মরশুমেই চেন্নাই সুপার কিংস ম‌্যাচে পুরো হলুদ হয়ে গিয়েছিল ইডেন। কেকেআরের সোনালি-বেগুনি ছেড়ে। ২০ মে’র ইডেনে যদি আবার সে রকম কিছু হয়, জনসমর্থন যদি ফের দু’ভাগ হয়ে যায়, আশ্চর্যের কিছু থাকবে না। সবুজ-মেরুন যে মোহনবাগানের রং। সবুজ-মেরুন যে চিরকালীন এক আবেগের রং!

[আরও পড়ুন: সেঞ্চুরি হাঁকিয়ে অনুষ্কার সামনে কেঁদে ফেলেছিলেন, কিন্তু কেন? জানালেন আবেগঘন কোহলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement