সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স কেবল একটা সংখ্যা। সেটা বারবার বুঝিয়ে দিচ্ছেন ৪২ বছরের মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। গত বছর হাঁটুর চোটে কাবু ছিলেন। সেই চোট নিয়েই চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) পঞ্চমবার ট্রফি জিতিয়েছিলেন। ২২ মার্চ থেকে শুরু হবে এবারের ক্রোড়পতি লিগ। ঘরের মাঠ চিপকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে নামবে তাঁর সিএসকে (CSK)। এর আগে ছয়টি বিশেষ রেকর্ড গড়ার অপেক্ষায় ক্যাপ্টেন কুল। সংবাদ প্রতিদিন.ইন-এর পাঠকদের জন্য সেটা তুলে ধরা হল।
২৫০টি ছক্কা মারার সুযোগ: এই মুহূর্তে আইপিএলে তাঁর ছক্কার সংখ্যা ২৩৯। আর মাত্র ১১টি ছক্কা মারতে পারলেই, ক্রোড়পতি লিগের ইতিহাসে ২৫০টি ছক্কা মারার নজির গড়ে ফেলতে পারবেন। আপাতত এই তালিকায় চতুর্থ ব্যাটার হিসেবে ধোনির নাম লেখা রয়েছে। আইপিএলে ছক্কা মারার নিরিখে শীর্ষে রয়েছেন ক্রিস গেইল। ‘ইউনিভার্স বস’ মোট ৩৫৭টি ছক্কা মেরেছেন। দুই নম্বরে রয়েছেন রোহিত শর্মা। হিটম্যানের ছক্কার সংখ্যা ২৫৭। এদিকে ২৫১টি ছক্কা মেরে এই তালিকার তিন নম্বরে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। তবে ডিভিলিয়ার্স অবসর নিয়েছেন। তাই ধোনির কাছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ককে টপকে যাওয়ার সুযোগ রয়েছে।
[আরও পড়ুন: ‘হার্দিককে কড়া শাস্তি দেওয়া উচিত!’, কেন এমন মন্তব্য করলেন প্রাক্তন তারকা পেসার]
ঘরের মাঠে ১৫০০ রানের হাতছানি: পয়া চিপকে এখনও পর্যন্ত ৬২টি ম্যাচ খেলেছেন ধোনি। ৫৫টি ইনিংসে তাঁর রান ১৪৪৫। ফলে আর মাত্র ৫৫ রান করলেই, এমএ চিদম্বরম স্টেডিয়ামের বাইশ গজে ১৫০০ রান সেরে ফেলতে পারবেন ক্যাপ্টেন কুল।
অধিনায়ক হিসেবে ৫০০০ রান করার সুযোগ: আইপিএলে সামগ্রিক ভাবে ২৫০টি ম্যাচে তাঁর রান ৫০৮২। তবে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে (পড়ুন, আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি) এখনও পর্যন্ত ২৪৪টি ম্যাচে তাঁর রান ৪৯৫৭। ফলে আর ৪৩ রান করতে পারলেই সিএসকে-এর অধিনায়ক হিসেবে ৫০০০ রানের মাইলস্টোন গড়বেন তিনি।
৫০টি স্টাম্পিং করার সুযোগ: বয়স ৪২ হলেও এখনও আগের মতোই আগ্রাসী মেজাজে উইকেটকিপিং করেন। ক্রোড়পতি লিগে এখনও পর্যন্ত ৪২টি স্টাম্পিং করে ফেলেছেন ধোনি। হাফ সেঞ্চুরি পূর্ণ করতে হলে ধোনিকে আর আটটি স্টাম্পিং করতে হবে। তাহলেই এই প্রতিযোগিতায় ৫০টি স্টাম্পিং করতে পারবেন টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক।
১৫০টি ক্যাচ ধরার সুযোগ: গত ১৬ বছরের আইপিএলে ১৪২টি ক্যাচ ধরেছিলেন ধোনি। এবার আর আটটি ক্যাচ লুফতে পারলেই ক্রোড়পতি লিগে ১৫০টি ক্যাচ নেওয়ার নজির গড়তে পারবেন তিনি।
এবারের আইপিএলে প্রবীণতম ক্রিকেটার: ধোনির বয়স এখন ৪২। তিনিই এবার প্রবীণতম ক্রিকেটার হিসেবে আসন্ন আইপিএলে খেলবেন। এর আগে ব্র্যাড হগ ৪৫ বছর ৯২ দিন এবং প্রবীণ তাম্বে ৪৪ বছর ২১৯ বছর বয়সে ক্রোড়পতি লিগ খেলেছিলেন।