সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) মঞ্চ থেকে বারবার খালি হাতে ফিরতে হয়েছে। ১৬ বছরে মাত্র একবার ফাইনালে উঠতে পেরেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে অন্য উদ্দীপনা নিয়ে আইপিএল (IPL 2024) অভিযান শুরু করবে দিল্লি। কারণ দুবছর পরে ফের লাল-নীল জার্সিতে খেলতে নামছেন ঋষভ পন্থ। ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে সেরে উঠে দলকে নেতৃত্ব দিতে তিনি তৈরি। আইপিএল অভিযান শুরুর আগে একনজরে দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালসের শক্তি-দুর্বলতা।
প্রথমেই নজর রাখা যাক দিল্লি ক্যাপিটালসের গোটা স্কোয়াডের দিকে: ঋষভ পন্থ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, যশ ধুল, সাই হোপ, স্বস্তিক ছিকারা, অভিষেক পোড়েল, রিকি ভুই, কুমার কুশাগ্র, ট্রিস্টিয়ান স্টাবস, অক্ষর প্যাটেল, ললিত যাদব, মিচেল মার্শ, সুমিত কুমার, প্রবীণ দুবে, ভিকি অস্তওয়াল, অ্যানারিখ নখিয়া, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি, খলিল আহমেদ, ইশান্ত শর্মা, ঝাই রিচার্ডসন, মুকেশ কুমার, রাসিক দার।
শক্তি: দিল্লির সবচেয়ে বড় অস্ত্র পেস অ্যাটাক। নখিয়ার মতো বোলার একাই ম্যাচ জিতিয়ে রাখার ক্ষমতা রাখেন। এছাড়াও রয়েছেন মুকেশ কুমার, ইশান্ত শর্মার, ঝাই রিচার্ডসনের মতো পেসাররা। যুব বিশ্বকাপে নজর কাড়া ভিকি অস্তওয়ালও রয়েছেন। এছাড়াও দিল্লির ওপেনিং জুটিকে সমীহ করবে বিপক্ষরা। ডেভিড ওয়ার্নারের আগ্রাসী ব্যাটিং দিল্লির অভিযানে বড় ভুমিকা পালন করবে। মিচেল মার্শ-পৃথ্বী শর ব্যাটিংয়েও ভরসা করতে পারেন দিল্লির সমর্থকরা।
[আরও পড়ুন: টেস্টে অভিষেকের পর ইনস্টাগ্রামে ফলোয়ার বেড়ে কত হল? সরফরাজের জবাব শুনলে চমকে যাবেন]
দুর্বলতা: অভিজ্ঞ স্পিনারের অভাব। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব ছাড়া স্পিন বিভাগে সেরকম ভরসাযোগ্য নাম নেই। তাছাড়া দিল্লি স্কোয়াডে অলরাউন্ডারের সংখ্যাও খুবই কম। নীচের সারির ব্যাটারদের পক্ষে রান তোলা প্রায় অসম্ভব। মিডল অর্ডারের শক্তি বাড়াতে হ্যারি ব্রুককে কিনেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই সরে দাঁড়িয়েছেন তিনি। ফলে মাঝের ব্যাটিং বিভাগও কমজোরি হয়ে পড়েছে দিল্লির।
সম্ভাব্য প্রথম একাদশ:
ডেভিড ওয়ার্নার
পৃথ্বী শ
মিচেল মার্শ
ঋষভ পন্থ (অধিনায়ক)
কুমার কুশাগ্র/ যশ ধুল
সাই হোপ
অক্ষর প্যাটেল
মুকেশ কুমার
অ্যানারিখ নখিয়া
খলিল আহমেদ
কুলদীপ যাদব
ইম্প্যাক্ট প্লেয়ার: ললিত যাদব/ রিকি ভুই
এক্স ফ্যাক্টর: ঋষভ পন্থ। ব্যাট হাতে যেকোনও ম্যাচের রং একাই পালটে দিতে পারেন। গাড়ি দুর্ঘটনার পরে সুস্থ হয়ে এই প্রথমবার প্রথম সারির টুর্নামেন্টে নামছেন তারকা উইকেটকিপার-ব্যাটার। শুধু ব্যাটিং নয়, তরুণ ঋষভ কীভাবে দলকে নেতৃত্ব দেন, সেদিকেও নজর থাকবে।
সম্ভাবনা: দিল্লির স্কোয়াডে রয়েছেন বেশ কয়েকজন ম্যাচ উইনার। দল হিসাবে ভালো খেললে শেষ চারে যেতেই পারেন পন্থরা। ট্রফি জেতার দাবিদার হিসাবে এখনও তাদের সম্ভাবনা কম। তবে অধিনায়ক হিসাবে পন্থ কেমন পারফর্ম করেন, তার উপরে ভিত্তি করবে দল হিসাবে দিল্লির ভাগ্য।