shono
Advertisement
Kolkata Knight Riders

ঘোষিত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি, কবে কোথায় খেলবে নাইটরা?

২২ মার্চ প্রথম ম্যাচে ইডেনে আরসিবির বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স।
Published By: Arpan DasPosted: 05:46 PM Feb 16, 2025Updated: 06:35 PM Feb 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি। ২২ মার্চ প্রথম ম্যাচে ইডেনে আরসিবির বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। গতবারের চ্যাম্পিয়ন নাইটরা আইপিএল অভিযান শুরু করছে ঘরের মাঠ থেকেই। ২০০৮ সালে প্রথম আইপিএলে মুখোমুখি হয়েছিল দুই দল। এবার ফের কেকেআর-আরসিবি লড়াই দিয়েই শুরু হচ্ছে আইপিএল।

Advertisement

নাইটদের পরের ম্যাচ ২৬ মার্চ, রাজস্থানের বিরুদ্ধে গুয়াহাটিতে। গতবার গুয়াহাটিতে দুদলের ম্যাচ প্রবল বর্ষায় বাতিল হয়ে যায়। ৩১ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিক-রোহিতদের মুম্বইয়ের মুখোমুখি হবেন রিঙ্কুরা। ৩ এপ্রিল ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে নাইট রাইডার্স। গতবার কামিন্সদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ফলে এবারের মোকাবিলা দেখার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটভক্তরা।

ঘরের মাঠে নাইটদের পরের লড়াই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ঋষভ পন্থদের সঙ্গে ম্যাচ ৬ এপ্রিল, দুপুর ৩:৩০ থেকে। এরপর দুটি অ্যাওয়ে ম্যাচে ১১ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে ও ১৫ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে নামবে নাইটরা। ২১ এপ্রিল গুজরাটের বিরুদ্ধে ও ২৬ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ কলকাতায়। ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে অ্যাওয়ে ম্যাচের পরই ইডেনে পর পর দুটি ম্যাচ। ৪ মে রাজস্থানের বিরুদ্ধে ও ৭ মে চেন্নাইয়ের বিরুদ্ধে। অবশ্য নাইটরা শেষ দুটি ম্যাচ খেলবে বাইরে। ১০ মে হায়দরাবাদ ম্যাচের পর ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্বের অভিযান।

অর্থাৎ চেন্নাই, রাজস্থান, হায়দরাবাদ ও পাঞ্জাবের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে নাইটরা। অন্য দিকে মুম্বই গুজরাট, লখনউ ও দিল্লির বিরুদ্ধে একটি করে ম্যাচ।

আইপিএলে নাইটদের সূচি
২২ মার্চ- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার। কলকাতা। ৭:৩০
২৬ মার্চ- রাজস্থান রয়্যালস। বুধবার। গুয়াহাটি। ৭:৩০
৩১ মার্চ- মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার। মুম্বই। ৭:৩০
৩ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার। কলকাতা। ৭:৩০
৬ এপ্রিল- লখনউ সুপার জায়ান্টস। রবিবার। কলকাতা। ৩:৩০
১১ এপ্রিল- চেন্নাই সুপার কিংস। শুক্রবার। চেন্নাই। ৭:৩০
১৫ এপ্রিল- পাঞ্জাব কিংস। মঙ্গলবার। মুল্লানপুর। ৭:৩০
২১ এপ্রিল- গুজরাট টাইটান্স। সোমবার। কলকাতা। ৭:৩০
২৬ এপ্রিল- পাঞ্জাব কিংস। শনিবার। কলকাতা। ৭:৩০
২৯ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার। দিল্লি। ৭:৩০
৪ মে- রাজস্থান রয়্যালস। রবিবার। কলকাতা। ৩:৩০
৭ মে- চেন্নাই সুপার কিংস। বুধবার। কলকাতা। ৭:৩০
১০ মে- সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার। হায়দরাবাদ। ৭:৩০
১৭ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার। বেঙ্গালুরু। ৭:৩০

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘোষিত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি। ২২ মার্চ প্রথম ম্যাচে ইডেনে আরসিবির বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স।
  • গতবারের চ্যাম্পিয়ন নাইটরা আইপিএল অভিযান শুরু করছে ঘরের মাঠ থেকেই।
  • ২০০৮ সালে প্রথম আইপিএলে মুখোমুখি হয়েছিল দুই দল।
Advertisement