সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড ছবার বিশ্বকাপ জয়ের পরই আলোচনার শীর্ষে অস্ট্রেলিয়া (Australia) ও সেদেশের ক্রিকেটাররা। আসন্ন আইপিএলে (IPL) অজি ক্রিকেটারদের দাম চড়চড়িয়ে বাড়বে বলেই একমত ক্রিকেটমহল। টুর্নামেন্টের শুরুতে পরপর হারের ধাক্কা সামলে উঠে যেভাবে ট্রফি ছিনিয়ে নিয়েছে অজিরা, তার পরেই ক্রিকেটারদের নিয়ে আগ্রহ বেড়েছে আইপিএল দলগুলোর। শোনা যাচ্ছে, অজি তারকাদের পেতে সঞ্চয় ভাঙতেও রাজি ফ্র্যাঞ্চাইজিগুলো। আকাশছোঁয়া দর পেতে পারেন তিন অজি তারকা। সবমিলিয়ে মঙ্গলবারের নিলামের মুখ্য আকর্ষণ হতে চলেছে ব্যাগি গ্রিন বাহিনী।
ইতিমধ্যেই আইপিএল দলগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলের মতো বিশ্বকাপজয়ী তারকারা। ইতিমধ্যেই ১০ জন অজি তারকা আইপিএল খেলবেন বলে নানা দলের সঙ্গে চুক্তিবদ্ধ। তবে দুবাইয়ে মিনি নিলামে সকলের নজর থাকবে জাতীয় দলে তাঁদের সতীর্থদের দিকে। হলুদ জার্সিধারীদের নিজের দলে পেতে ফ্র্যাঞ্চাইজিগুলো কত খরচ করতে পারে, কতদূর চলবে দর হাঁকার লড়াই, সেগুলো দেখতে মুখিয়ে ক্রিকেট দুনিয়া।
[আরও পড়ুন: শুরু আইপিএলের নিলাম, দল পাবেন কোন তারকারা? দরই বা উঠবে কত?]
নিলামের আকর্ষণের কেন্দ্রে অবশ্যই রয়েছেন মিচেল স্টার্ক। বাঁহাতি পেসারকে পেতে কার্যত মরিয়া কেকেআর। সদ্যসমাপ্ত বিশ্বকাপে ১৬টি উইকেট পেয়েছিলেন। ইনিংসের শুরুতেই বিপক্ষ ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে অজি বোলারের। ভারতের মাটিতেও যথেষ্ট সাফল্য পেয়েছেন তিনি। স্টার্ককে নিয়ে কেকেআরের সঙ্গে আরসিবির ব্যাপক লড়াই চলবে বলেই অনুমান। এছাড়াও রয়েছেন প্যাট কামিন্স। অজি অধিনায়ককে পেতেও বেশ আগ্রহী একাধিক দল। কারণ অধিনায়কের দায়িত্বও নিতে পারবেন কামিন্স।
এছাড়াও নজরে রয়েছেন ট্র্যাভিস হেড। পরপর দুটি ফাইনালে তাঁর সংহারমূর্তির সামনেই নতজানু হয়েছে ভারত। বিশ্বকাপেও মাত্র ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলে দলকে ট্রফি জিতিয়েছেন তিনি। হেডকে দলে নিতে ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলো, সেটা বলাই বাহুল্য। নিলামের বেস প্রাইস হিসাবে দুই কোটি টাকা মূল্য নির্ধারণ করেছেন তিন অজি তারকা। তবে তার চেয়ে ঢের বেশি দামে বিক্রি হবেন স্টার্করা, সেটাই অনুমান।