shono
Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটের মৃত্যুঘণ্টা! ক্রিকেটারদের সঙ্গে সারা বছরের চুক্তি চাইছে IPL ফ্র্যাঞ্চাইজিগুলি

বেসরকারিভাবে ইতিমধ্যেই এ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
Posted: 04:52 PM Apr 27, 2023Updated: 05:04 PM Apr 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই কি ভবিষ্যৎ? আন্তর্জাতিক ক্রিকেটের মৃত্যুঘণ্টা কি বেজে গিয়েছে? আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলির বাড়বাড়ন্ত এই প্রশ্ন অনেক আগেই তুলে দিয়েছিল। এবার সেটা আরও জোরাল হল আইপিএলের দলগুলির বিস্ফোরক পদক্ষেপ। সূত্রের খবর, আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি গোপনে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করছে, দীর্ঘস্থায়ী চুক্তি করার লক্ষ্যে।

Advertisement

শোনা যাচ্ছে, ফ্র্যাঞ্চাইজিগুলি চাইছে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে ক্রিকেটাররা পুরোপুরি মনোনিবেশ করুক ফ্র্যাঞ্চাইজি লিগে। নতুন চুক্তিতে দেশের ক্রিকেট বোর্ডগুলির বদলে ফ্র্যাঞ্চাইজিগুলিই হবে ক্রিকেটারদের মূল নিয়োগকারী। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গেই মূল চুক্তি থাকবে ক্রিকেটারদের। আর জাতীয় দলের সঙ্গে চুক্তি থাকলেও সেটা হবে গৌণ।

[আরও পড়ুন: আইপিএলে বড়সড় চোট পেলেন অলরাউন্ডার, বিশ্বকাপের আগে চাপ বাড়ল ভারতীয় দলের]

ক্রিকেটাররা আইপিএলের পাশাপাশি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলবে। আইপিএলের খেলার পাশাপাশি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাড়তি বেতন দেওয়া হবে ক্রিকেটারদের। ইতিমধ্যেই আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি ভিনদেশের একাধিক লিগে দল কেনা শুরু করে দিয়েছে। কেকেআর যেমন দক্ষিণ আফ্রিকা, আমিরশাহীতে দল কিনেছে। আইপিএলের অন্য দলগুলিও ভিনদেশে দল কিনছে। সব ফ্র্যাঞ্চাইজিই চাইছে সারা বছর ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা হোক। আর ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলুক।

[আরও পড়ুন: ‘আমরা হারারই যোগ্য, ম্যাচটা ওদের উপহার দিলাম’, কেকেআরের কাছে হেরে বিস্ফোরক কোহলি]

শোনা যাচ্ছে, ইংল্যান্ডের অন্তত ৬ জন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি। এদের মধ্যে একাধিক ক্রিকেটার নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। অস্ট্রেলিয়ারও একাধিক ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠনও বিষয়টি সম্পর্কে অবগত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement