shono
Advertisement

ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৩৫

আটকে রয়েছেন প্রায় ৮০ জন শ্রমিক। The post ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৩৫ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:52 PM May 04, 2017Updated: 07:23 AM May 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানের এক কয়লা খনিতে প্রচণ্ড বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৩৫ জন শ্রমিকের। আহত বহু। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রে খবর, বৃহস্পতিবার গোলেস্তান প্রভিন্সের আজাদশহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দুরের একটি কয়লা খনিতে এই বিস্ফোরণটি ঘটে।

Advertisement

[যোগীর রাজ্যে অশ্লীল গানে মদ্যপ পুলিশের ‘ঠুমকা’, ভাইরাল ভিডিও]

ইরানের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী আলি রাবেই জানিয়েছেন, ওই ভয়াবহ বিস্ফোরণে খনিটির ভিতরে থাকা ৩৫ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, প্রায় ৪০ জন শ্রমিক এখনও বিধ্বস্ত খনিটির ভিতরে আটকে আছেন। তাঁদের উদ্ধার করার জন্য সমস্ত সম্ভব চেষ্টা চালানো হচ্ছে। তবে খনিটিতে বিষাক্ত গ্যাস থাকায় উদ্ধারকার্য কিছুটা ব্যাহত হয়েছে। জানা গিয়েছে, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খনিটির মধ্যে প্রায় ১০০০ মিটারের একটি সুড়ঙ্গের মধ্যে আটকে রয়েছেন ওই শ্রমিকরা। এখনও পর্যন্ত প্রায় ৬০০ মিটার পর্যন্ত এগোতে পেরেছে উদ্ধারকারী দল।

[জঙ্গিদের খোঁজে শোপিয়ানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু সেনার]

এক আধিকারিক জানিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে ওই সুড়ঙ্গের পাশেই আরেকটি সুড়ঙ্গ খোড়া হচ্ছে। প্রায় ৮০ জন শ্রমিক এখনও ওই খনিতে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০১৩ সালে দু’টি আলাদা খনি দুর্ঘটনায় মারা পড়েছিলেন প্রায় ১১ জন শ্রমিক। ২০০৯ সালেও খনি দুর্ঘটনায় মারা পড়েন প্রায় ২০ জন শ্রমিক।

[বন্ধ হয়ে গেল গান্ধীজির ছোটবেলার স্কুল]

The post ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৩৫ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement