shono
Advertisement

২৪ ঘণ্টার মধ্যে হামলা ইরানের! বন্ধু ইজরায়েলকে বাঁচাতে ছুটল মার্কিন নৌবহর

Published By: Kishore GhoshPosted: 05:04 PM Apr 13, 2024Updated: 05:19 PM Apr 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-হামাস সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে পৃথিবীকে! আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান। শুক্রবার এই আশঙ্কায় রিপোর্ট প্রকাশ হয়েছিল মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল। ফলে নতুন করে মধ্যপ্রাচ্যে ভয়ংকর যুদ্ধের মেঘ ঘনাচ্ছে। কারণ পালটা হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। ইরানের হামলার সম্ভাবনার ২৪ ঘণ্টা আগে ইজরায়েলের পাশে দাঁড়াতে যুদ্ধকালীন তৎপরতায় মার্কিন নৌবহর পাড়ি দিয়েছে বন্ধু ইজরায়েলকে রক্ষা করতে।

Advertisement

শুরু থেকেই গাজায় ইজরায়েলের ধ্বংসাত্বক হামলাকে ভালো ভাবে নেয়নি ইরান। তেহরানের তরফে বারবার প্যালেস্তিনীয়দের উপর হামলার নিন্দা করা হয়। এর মধ্যে আগুনে ঘি পড়ে গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলায়। যেখানে অন্তত ১৩ জন প্রাণ হারান। মৃতদের মধ্যে ছিলেন দুজন ইরানি সেনাকর্তাও। এই হামলার পিছনে ইজরায়েলের ‘হাত’ দেখছে তেহরান। তার পর থেকেই ইজরায়েলকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল ইরান। তবে রমজান মাস থাকায় শত্রুপক্ষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রশাসন। কিন্তু এবার তারা নাকি মরিয়া হয়ে উঠেছে বদলা নিতে। এই প্রেক্ষিতে ইরানকে পালটা হুমকি দিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, “ইজরায়েলে হামলা চালানোর ভুল করবেন না। আমরা ইজরায়েলের প্রতিরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ওদের সবরকম সাহায্য করব। ইরানের উদ্দেশ্য কোনওভাবে সফল হবে না।”

 

[আরও পড়ুন: এলোপাথাড়ি ছুরির কোপ, গুলিবৃষ্টি, উন্মত্ত যুবকের হামলায় সিডনিতে মৃত অন্তত ৬!]


সূত্রের খবর, তড়িঘড়ি সাহায্য পাঠিয়েছে ওয়াশিংটন। ইরানের হামলা থেকে ইজরায়েলকে রক্ষা করতে আধুনিক যুদ্ধাস্ত্র ও সামরিক সরাঞ্জাম-সহ মার্কিন নৌবহর পাড়ি দিয়েছে পূর্ব ভূমধ্যসাগরে। সেখানে আগেই মোতায়েন মার্কিন নৌবাহিনীকে সাহায্য করবে সেগুলি। এক মার্কন সেনা আধিকারিক জানিয়েছেন, ইরানকে শিক্ষা দিতে পাঠানো হয়েছে শত্রুপক্ষের নৌশক্তিতে চোখের নিমেষে ধ্বংসে সক্ষম দুটি রণতরী। একটি হল ইউএসএস কার্নি, যেটি সম্প্রতি লোহিত সাগরে হাউথি ড্রোন এবং অ্যান্টি-শিপ মিসাইলের বিরুদ্ধে কার্য সম্পাদন করেছিল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে ধুন্ধুমার যুদ্ধপরিস্থিতি তৈরি হয়েছে।

 

[আরও পড়ুন: ‘খবরদার!’, ইজরায়েলের বুকে হামলার আশঙ্কা নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি বাইডেনের]

এদিকে ইজরায়েলে হামলা চালাতা পারে ইরান, এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ভারত সরকার। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে ভারতীয়দের ইরান এবং ইজরায়েলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপশি দুই দেশে বসবাসকারী ভারতীয়দের দূবাসগুলিতে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement